তবে এমন খবর অস্বীকার করেছেন পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) সভাপতি তারিক বুগতি। তিনি জানিয়েছেন, এশিয়া কাপ খেলতে ভারতে দল পাঠানো হবে কি না, সে বিষয়ে কোনো আলোচনাই হয়নি। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা।
আগামী ২৯ আগস্ট ভারতের ঝাড়খণ্ডে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে দল পাঠানোর সিদ্ধান্ত পুরোপুরি সরকারের ওপর নির্ভর করছে বলে জানান তারিক।
ভারতের হকি ফেডারেশনের সঙ্গে এ নিয়ে কোনো কথা হয়নি বলেও জানিয়েছেন তারিক। তিনি বলেছেন, ‘ভারতের হকি ফেডারেশনের সঙ্গে অতীতে কিংবা এখন পর্যন্ত কোনো কথা হয়নি। তাহলে আমরা কিভাবে বলতে পারি পাকিস্তান খেলতে রাজি নয়? আমাদের আলোচনা এশিয়ান হকি ফেডারেশনের সঙ্গে, ভারতের সঙ্গে নয়।’
ভারতে যেতে রাজি না হওয়ায় পাকিস্তানের বদলে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান তারিক।