আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হওয়ায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনেছেন ডেভিড। সঙ্গে এক ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। আইসিসির আচরণবিধি ২.৮ ধারায় এই শাস্তি পেয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
ডেভিডের ঘটনাটি অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার পঞ্চম টি-টোয়েন্টিতে। ১৭১ রানের লক্ষ্য তাড়া করার সময় ম্যাচের পঞ্চম ওভারে আলজেরি জোসেফের একটি বল লেগ সাইড দিয়ে চলে যায়।
সিরিজের শেষ ম্যাচটিতে সেদিন সেন্ট কিটসে ৭ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। তাতে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠেই ৫-০ ব্যবধানে ধবলধোলাই করে অজিরা। সেই ম্যাচে ডেভিড ৩০ রান করলেও তৃতীয় ম্যাচে রেকর্ড সেঞ্চুরি হাঁকান তিনি।