বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ব্রাজিলিয়ান লিগে মুখোমুখি হয় সান্তোস ও জুভেন্টুড।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ব্রাজিলিয়ান লিগে মুখোমুখি হয় সান্তোস ও জুভেন্টুড।
ম্যাচের ৩৭তম মিনিটেই প্রথম গোল এনে দেন নেইমার। এরপর ৪০তম মিনিটে আলভারো ব্যারিয়াল ব্যবধান দ্বিগুণ করেন।
তবে ৮০তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে জয়ের পথটা নিশ্চিত করেন নেইমার। আর গোল না হওয়ায় ৩-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।
এই জয়ে লিগে শেষ তিন ম্যাচের হতাশা পেছনে ফেলেছে সান্তোস। আগের তিন ম্যাচে ছিল দুটি হার ও একটি ড্র। এখন পর্যন্ত ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে অবস্থান করছে ব্রাজিলিয়ান ক্লাবটি।