1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

ক্রিস্টিয়ানো রোনালদোর ‘বিশ্বাসে’ ইতিহাসে ভারতের সিরাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৩ Time View

আত্মবিশ্বাসের গল্প লিখলেন মোহাম্মদ সিরাজ। ম্যাচের সকালে ঘুম থেকে উঠে মনস্থির করেছিলেন— বদলে দেবেন খেলার চিত্রপট। কথাটা শুধু নিজের মনেই রাখেননি, সেটিকে চোখের সামনেও রাখার ব্যবস্থা করেছিলেন। গুগল থেকে খুঁজে বের করেছিলেন রোনালদোর ছবিসহ ‘বিলিভ’ লেখা একটি ছবি— একটি শব্দ, একটি মানুষ, কিন্তু অনুপ্রেরণার উৎস।
সেটিই মোবাইলের ওয়ালপেপার করে রেখেছিলেন যেন প্রতিবার স্ক্রিন খুললেই চোখে পড়ে সেই রোনালদোর বিশ্বাসের প্রতিচ্ছবি।

ওভালের চতুর্থ দিনে ভারতের দুর্দান্ত জয়ের মূল কারিগর এই পেসার নিয়েছেন ৯ উইকেট। হয়েছেন ম্যাচসেরা। আর ম্যাচ শেষে জানিয়েছেন, ‘সকালে ঘুম থেকে ওঠেই মনে হয়েছিল, আজ কিছু একটা করেই ছাড়ব।
‘বিলিভ’ লেখা ছবিটা মোবাইলের ওয়ালপেপার করেছিলাম, যেন মনে থাকে আমি পারি। শেষ পর্যন্ত সেটাই হলো। সফল হয়েছি।’

 

সিরাজ বলেন, প্রথম দিন থেকেই দলের পরিকল্পনা ছিল প্রতিপক্ষকে চাপে রাখা।
সেই কৌশলেই সফলতার ছাপ রাখলেন তিনি।

সিরাজ আরো বলেন, ‘চেষ্টা ছিল ধারাবাহিকভাবে বল একই জায়গায় রাখার। শুরু থেকেই লড়াই করেছি। যে ফল পেয়েছি, তা আমার জন্য বাড়তি প্রাপ্তি।’

ম্যাচে একটি মুহূর্তে টালমাটাল হয়ে ওঠেছিল ভারতের পথচলা।
হ্যারি ব্রুকের ক্যাচটি মিস হয়েছিল। সেটিই হয়তো বিপদ ডেকে আনতে পারত।

সিরাজ বলেন, ‘ব্রুকের ক্যাচ ছাড়ার পর মনে হয়েছিল, এখান থেকেই হয়তো খেলা ঘুরে যেতে পারে। যদি ওটা ধরতে পারতাম, আজকের ম্যাচটা গতকালই শেষ হয়ে যেত। তবে যেভাবে ব্রুক আমাদের ওপর চাপ তৈরি করেছিল, তার জন্য ওকে সম্মান জানাতেই হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ