সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না : ডা. তাহের
Reporter Name
Update Time :
সোমবার, ৪ আগস্ট, ২০২৫
৮২
Time View
সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জনগণের দাবি ও দেশের বৃহত্তর স্বার্থেই একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ তৈরি করতে হবে।
সোমবার (৪ আগস্ট) রাজধানীর শাহবাগে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘আগামীকাল যেন জুলাই সনদের কোনো ঘোষণা জনগণের বিপক্ষে না যায়।’
তিনি বলেন, ‘চাপে পড়ে যেন কোনো বিষয়ে ঘোষণা দেওয়া না হয়।
জনগণের আকাঙ্ক্ষার বাইরে কিছু হলে আমরা সেটিকে প্রত্যাখ্যান করব।’
তিনি আরো বলেন, ‘সংস্কার, লেভেল প্লেয়িং ফিল্ড এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো নির্বাচন এই জাতি মেনে নেবে কি না, তা নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে।’
ডা. তাহের বলেন, ‘পৃথিবীতে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু এই আন্দোলনের আলাদা বৈশিষ্ট্য হচ্ছে—এখানে সবাই অংশ নিয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স তো ছিলই, এমনকি হাসপাতালের রোগীরাও আন্দোলনে অংশ নিয়েছে।
শিশুরাও রাস্তায় নেমেছে। একদিন দেখেছি, একজন মা কোলে শিশু নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। এই বিপ্লবে তাই সবার অংশগ্রহণ রয়েছে। এরকম সর্বজনীন অংশগ্রহণ এই দেশের ইতিহাসে বিরল।’
তিনি জানান, ২২ জুলাই তিনি গ্রেপ্তার হন এবং আগস্টের প্রথম সপ্তাহে কারামুক্ত হন। মুক্তির পর আহতদের দেখতে গিয়ে তিনি ঢাকা মেডিক্যাল কলেজে দেখেছেন, অর্ধেকের বেশি আহত মানুষ রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, ফেরিওয়ালা। আজ দুর্ভাগ্যজনকভাবে তাদের অবদানকে সামনে আনা হচ্ছে না। ডাক্তারদের অবদানও গুরুত্ব পাচ্ছে না। অথচ ইতিহাসে সবার অবদান স্বীকৃতি পেতে হবে বলেও জানান তিনি।