জিআরপি মেরঠের এসএইচও বিনোদ সিং বলেন, ‘পুলিশের একজন কনস্টেবল ওই ব্যক্তিকে দেখে তাকে গাড়িটি বিপরীত দিকে নিয়ে দ্রুত প্ল্যাটফরম ছেড়ে যেতে বলেন।’
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
জিআরপি মেরঠের এসএইচও বিনোদ সিং বলেন, ‘পুলিশের একজন কনস্টেবল ওই ব্যক্তিকে দেখে তাকে গাড়িটি বিপরীত দিকে নিয়ে দ্রুত প্ল্যাটফরম ছেড়ে যেতে বলেন।’
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
সিং আরো বলেন, ‘তদন্তে জানা গেছে, অভিযুক্ত সেনা কনস্টেবল ঘটনার সময় নেশাগ্রস্ত ছিলেন। চিকিৎসা পরীক্ষাতেও তা নিশ্চিত হয়েছে।
অভিযুক্তের গাড়ি ও ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে এবং তার লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে দেশটির রেলওয়ে অ্যাক্টের ধারা ১৪৫ (মদ্যপান বা বিশৃঙ্খলা), ১৪৭ (অনধিকার প্রবেশ ও নিষেধ অমান্য), ১৫৪ (যাত্রীদের নিরাপত্তা বিপন্ন করা), ১৫৯ (রেলকর্মীদের নির্দেশ অমান্য করা) এবং পুলিশ অ্যাক্টের ধারা ৩৪ (সড়কে নির্দিষ্ট অপরাধের জন্য শাস্তি)-এর অধীনে অভিযোগ আনা হয়েছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া