পাসারাকে অবশ্য এখনোই দীর্ঘ মেয়াদের জন্য দায়িত্ব দিচ্ছে না ফেডারেশন।
পাসারাকে অবশ্য এখনোই দীর্ঘ মেয়াদের জন্য দায়িত্ব দিচ্ছে না ফেডারেশন।
থাইল্যান্ডের হয়ে ২০২২ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ান চ্যাম্পিয়নশিপে পুরুষের দলগত ইভেন্টে সোনা জেতেন পাসারা। ২৫ বছর বযসী কোচকে দায়িত্ব দেওয়ার বিষয়ে বিটিটিএফের সাধারণ সম্পাদক মাকসুট সনেট বলেছেন, ‘চীনা কোচ নেওয়ার চেষ্টা করেও আমরা সফল হইনি।
পাসারার অধ্যায় শুরু হবে আগামী অক্টোবরে।