1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

মেসির চোট গুরুতর কিছু হবে না, আশা আলবা-মাসচেরানোর

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪০ Time View
লিগস কাপে নাটকীয় এক জয় পেয়েছে ইন্টার মায়ামি। কিন্তু মেক্সিকান ক্লাব নেকাখসার বিপক্ষে টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয় পেয়েও উপভোগ করতে পারছেন না মায়ামির ফুটবলাররা। উদযাপন করবেন কিভাবে?দলের অধিনায়কই যে চোটে পড়েছেন। লিওনেল মেসি চোট পেয়ে মাঠ ছাড়ায় তাই স্বস্তিতে নেই মায়ামি।

তবে মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো আশা করছেন, শিষ্যর চোট যেন গুরুতর না হয়। ম্যাচ শেষে এমনটিই জানিয়েছেন আর্জেন্টাইন কোচ।ঘরের মাঠ চেস স্টেডিয়ামে নাকাখসার বিপক্ষে খেলতে নেমে ম্যাচের ৭ মিনিটে চোট পান মেসি। ড্রিবলিং করে প্রতিপক্ষের বক্সে ঢোকার সময় নাকাখসার দুই ডিফেন্ডারের সঙ্গে ধাক্কা খান আটবারের ব্যালন ডি’অর জয়ী।

মাসলের চোট নিয়ে পরে ১১ মিনিটে মাঠ ছাড়েন তিনি। তার চোট নিয়ে ম্যাচ শেষে মাসচেরানো বলেছেন, ‘আগামীকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আশা করি গুরুতর কিছু হবে না। কারণ সে খুব একটা ব্যথা পায়নি।
তবে সে কিছু একটা অনুভব করছে।’মেসির চোটের বিষয়ে কোচ মাসচেরানোর সুরেই কথা বলেছেন ডেভিড আলবা। স্পেনের সাবেক ডিফেন্ডার বলেছেন, ‘বিশ্বের এবং ইতিহাসের সেরা খেলোয়াড় চোট পাওয়ায় পুরো দল খুবই ব্যথিত। সে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এটা হতাশাজনক।

আশা করি, গুরুতর কিছু নয়। তাকে আমাদের প্রয়োজন।’চোট পেয়ে মেসি মাঠ ছাড়লেও মায়ামিকে ঠিকই জয় এনে দিয়েছেন তার সতীর্থরা। নির্ধারিত সময়ের খেলায় অবশ্য নয়, টাইব্রেকারে। ২-২ গোলে সমতা শেষে ৫-৪ গোলের টাইব্রেকারে জয় পায় মায়ামি। নাকাখসার থমাস বাদলোনিনির শট ঠেকিয়ে দেন গোলরক্ষক রোক্কো রিওস নোভো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ