1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

গণ-অভ্যুত্থান না হলে স্বাধীনভাবে সভা-সমাবেশে কথা বলতে পারতাম না : দুলু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৫৮ Time View
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান না হলে দেশে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, সভা-সমাবেশ করতে পারতাম না।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে নলডাঙ্গা উপজেলার মোমিনপুর কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জুলাই বিপ্লবের নিহত শহীদদের স্মরণে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দেশের মানুষের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ভিন্ন মত পোষণ করলে তাকে ধরে কারাগারে নিক্ষেপ করা হতো।

ছাত্র-জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ মত প্রকাশের, সভা-সমাবেশ করার এবং স্বাধীনভাবে চলাচলের সুযোগ পেয়েছে। সারা জীবন জাতির কাছে ৫ আগস্ট স্মরণীয় হয়ে থাকবে। প্রতি বছর যথাযথ মর্যাদায় ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পালন করা হবে।’ 

বিএনপি নেতা দুলু বলেন, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পার হওয়ার আগে থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তাই ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে যুক্ত বিএনপি-জামায়াত, এনসিপিসহ দেশের সব রাজনৈতিক দলকে এই একটি জায়গায় অন্তত ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মাটিতে আর কখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকারের সব বিভাগকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতা সম্পর্কে সচেতন থাকতে হবে। 

মোমিনপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোজাহার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ