1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার দাপুটে জয়, টিম ডেভিডের ১১ ছক্কায় তছনছ ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩১ Time View

শাই হোপের দুর্দান্ত সেঞ্চুরি যেন ওয়েস্ট ইন্ডিজের জয়ের স্বপ্নকে উজ্জ্বল করেই রেখেছিল। ৫৭ বলে ১০২ রানে অপরাজিত থেকে দলকে ২১৪ রানের চাঙা সংগ্রহ এনে দিয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে রূপ নেয়, টিম ডেভিড নামক ঝড়ে।

ক্যারিবিয়ান সাগর শান্ত থাকলেও সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মাঠে তখন চলেছে তাণ্ডব—একাই অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে নেন ডেভিড।
তার ঝোড়ো ব্যাটিংয়ে ভেসে যায় ক্যারিবিয়ানদের সব পরিকল্পনা। বল এতবারই গ্যালারির বাইরে যাচ্ছিল, চতুর্থ আম্পায়ারকে বারবার হাত বাড়াতে হয় নতুন বলের বাক্সের দিকে।

ডেভিডের এই ব্যাটটি বছরখানেক আগে তাকে উপহার দিয়েছিলেন আন্দ্রে রাসেল— সেই ব্যাটেই এবার তিনি ধ্বংস করলেন রাসেলের সাবেক দলকেই।

মাত্র ১৬ বলে ফিফটি ছুঁয়ে অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন ডেভিড।
থামেননি সেখানেই। পরে তা রূপ নেয় দ্রুততম শতকে— মাত্র ৩৭ বলে! ছয়টি চার আর ১১টি বিশাল ছক্কায় সাজানো ছিল তার ১০২ রানের ঝোড়ো ইনিংস। বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করে যখন উদযাপন করছেন, তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে অপরাজিত সেঞ্চুরি!

তার সঙ্গী ছিলেন এই সিরিজেই অভিষেক হওয়া তরুণ মিচেল ওয়েন, যিনি ১৬ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। তাদের রেকর্ড গড়া জুটিতে মাত্র ৪৬ বলে আসে ১২৮ রান।
অজিরাও জয় পায় ছয় উইকেটে। অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটে এটি এখন সর্বোচ্চ জুটি, ভেঙে দিয়েছে আগের ৯৭ রানের রেকর্ড— সেটিও গড়েছিলেন ডেভিডই, তবে মিচেল মার্শের সঙ্গে।

প্রথম তিন ম্যাচেই জয় তুলে নিয়ে পাঁচ ম্যাচের সিরিজটি ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া।

সিরিজের চতুর্থ ম্যাচও হবে সেন্ট কিটসেই, আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ