1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশের জয়ে মুখর জাকের আলী: হোয়াইটওয়াশই এখন লক্ষ্য

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩৭ Time View

পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার পর অনেকটা চাপে ছিল বাংলাদেশ দল। তবে ঘরের মাঠে ফিরেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। লিটন দাসের নেতৃত্বে মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ রানের জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

মিরপুরের স্পিন সহায়ক উইকেটে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা। তবে মিডল অর্ডারে শেখ মেহেদি হাসান ও জাকের আলীর দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। বিশেষ করে জাকের আলী ব্যাট হাতে দেখিয়েছেন দায়িত্বশীল পারফরম্যান্স। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে খেলেছেন ৫৫ রানের দুর্দান্ত ইনিংস। তার ব্যাটিংয়ে ভর করেই বাংলাদেশ ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৩ রান। পরে বল হাতে নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ রানে ম্যাচ জিতে নেয় লিটনরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকের আলী বলেন, দলের লক্ষ্য এখন হোয়াইটওয়াশ। তার ভাষায়, “আমরাও জেতার জন্যই মাঠে নামবো। ম্যাচ জেতা মানেই জয়। ওরাও (পাকিস্তান) ভালো ফাইট করেছে, কিন্তু আমরা প্রক্রিয়া মেনে এগোচ্ছি। হ্যাঁ, হোয়াইটওয়াশ করাই আমাদের লক্ষ্য।”

নিচের সারির ব্যাটারদের সঙ্গে তার ব্যাটিং নিয়ে জাকের বলেন, “এইজ গ্রুপ থেকেই আমি টেইলের সঙ্গে ব্যাট করে অভ্যস্ত। অনূর্ধ্ব-১৭ পর্যায়ে টেইলের সঙ্গে ৭১ রানের জুটি এবং একটা শতকও আছে আমার। তাই এসব পরিস্থিতি আমার জন্য নতুন নয়। আমি চেষ্টা করি সঙ্গীর জন্য রান সেভ করে নিতে।”

জয়ের পেছনে বোলারদের অবদান উল্লেখ করে জাকের বলেন, “আমাদের বোলাররা খুব ক্লিয়ার মাইন্ডে কাজ করছে। কোচের সঙ্গে ভালো সমন্বয় হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী মাঠে নামছে সবাই, আর সেই পরিকল্পনাই কাজে দিচ্ছে।”

নিজের ব্যাটিং উন্নতি প্রসঙ্গে তিনি জানান, “আমি যেভাবে প্র্যাকটিস করি, সেভাবেই ব্যাটিং করেছি। কিছু টেকনিক্যাল সেটআপ পরিবর্তন করেছি ২ বছর আগে বিপিএলের সময়, আমাদের ব্যাটিং কোচের সঙ্গে। আমার কাছে ম্যাচ উইনিং নক সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো খেলেও যদি দল না জেতে, সেটা আমি গোনায় ধরি না।”

বাংলাদেশ দলে ৫ নম্বরে ব্যাটিংয়ে নামার অভ্যাস আগে থেকেই ছিল বলেও জানান জাকের, “আমি জানতাম যে আমাকে আগে ব্যাটিংয়ে যেতে হবে, সেভাবেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম। ওয়েস্ট ইন্ডিজ সফরেও আমি ৫ নম্বরে খেলেছি।”

সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এখন চোখ হোয়াইটওয়াশে—এমন আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ