1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

হ্যাটট্রিক জয় হামজাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৪২ Time View

নতুন ম্যানেজার মার্তি সিফুয়েন্তেসের অধীনে প্রথমবারের মতো মাঠে নামল লিস্টার সিটি। হাঙ্গেরির শীর্ষ লিগ ক্লাব জেটিই-র বিপক্ষে প্রাক-মৌসুমের তৃতীয় প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে জয় তুলে নিয়েছে হামজা চৌধুরীরা। প্রচণ্ড গরমের মধ্যেও নিয়ন্ত্রিত পারফরম্যান্স দেখিয়েছে সিফুয়েন্তেসের দল।

প্রথমার্ধে মাঠে নামা একাদশ কিছুটা চমকপ্রদ হলেও, পুরনো স্টাইলে ৪-২-৩-১ ফরমেশনেই খেলেছে লিস্টার।
রক্ষণে ছিলেন কোনার কডি ও ভাউট ফেস। গোলপোস্টে দায়িত্ব পালন করেন জ্যাকব স্টোলারচিক। ফুল-ব্যাক হিসেবে বাঁ দিক সামলান লুক থমাস আর ডান পাশে খেলেন হামজা চৌধুরী। মিডফিল্ডে হ্যারি উইংস ও অলিভার স্কিপের সঙ্গে আক্রমণে ছিলেন বিলাল এল খানুস, জেরেমি মঙ্গা, ম্যাকএটিয়ার ও প্যাটসন ডাকা।

তীব্র গরম (৩০ ডিগ্রি সেলসিয়াস) ও উচ্চ আর্দ্রতার মধ্যে খেলায় আগ্রাসী প্রেসিংয়ে সমস্যা হলেও লিস্টার নিয়ন্ত্রণে রেখেছিল বল। যদিও প্রথমার্ধে তারা খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। উইংস-স্কিপ জুটিও মাঝমাঠে খুব একটা দাপট দেখাতে পারেননি।

দ্বিতীয়ার্ধে লেস্টার একসঙ্গে ১০টি পরিবর্তন আনে।
রক্ষণে আসেন রিকার্দো পেরেইরা, জাস্টিন, ওকোলি ও ভেস্টারগার্ড। মিডফিল্ড সামলান এনডিডি ও সুমারে। তাদের সামনে খেলেন তরুণ উইল আলভেস। আক্রমণভাগে ছিলেন স্টেফি মাভিডিডি, জর্ডান আায়েউ ও জ্যাক ইভানস।

দ্বিতীয়ার্ধে একেবারে ভিন্ন রূপে দেখা দেয় লেস্টার।
জোরালো প্রেসিং ও সুচিন্তিত পাসিংয়ে তারা প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেয়। ভেস্টারগার্ড ও ওকোলির দুর্দান্ত রক্ষণ গঠনের পাশাপাশি, স্টেফি মাভিডিডির গতি ও চ্যালেঞ্জিং খেলা নজর কাড়ে।

৭০ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন জর্ডান আায়েউ। বক্সের মধ্যে থেকে নিখুঁত ফিনিশে বল জালে পাঠিয়ে দলকে জয় এনে দেন এই ঘানিয়ান ফরোয়ার্ড। আগের ম্যাচেও (ওএইচ লুভেনের বিপক্ষে) গোল করেছিলেন আায়েউ, তিনি যে দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, তা আরেকবার প্রমাণ করলেন।

এই ম্যাচ দিয়ে প্রাক-মৌসুমে টানা তিন ম্যাচে জয় পেল লিস্টার। ২৫ জুলাই একই দিনে দুইটি প্রস্তুতি ম্যাচ রয়েছে তাদের—প্রতিপক্ষ লভিভ ও কোলন। সেখানে কোন ম্যাচে মূল একাদশ দেখা যাবে, তা এখনই বলা কঠিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ