1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমরা পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না : জামায়াত আমির বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত দল : সালাহউদ্দিন আহমদ ৫ সেটের লড়াইয়ে সিনারকে হারিয়ে স্বপ্নের ফাইনালে জোকোভিচ ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ নিজস্ব সক্ষমতা বৃদ্ধিই আধিপত্যবাদ মোকাবিলার একমাত্র সমাধান : নাহিদ ইসলাম ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদির ফোনালাপ সোমালিয়াতে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করেছে তুরস্ক একটি দল টাকা দিয়ে ভোট কিনছে : সেলিমা রহমান ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি : তারেক রহমান

উড়ন্ত পিএসজিকে গুঁড়িয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৬০ Time View

ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে স্রেফ গুঁড়িয়ে দিয়ে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল চেলসি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৮২ হাজারের বেশি দর্শকের সামনে রবিবারের ফাইনালে ৩-০ গোলে জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। সবগুলো গোলই হয়েছে প্রথমার্ধে।

দুর্দান্ত সময় কাটানো এই মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়সহ মোট ৪টি ট্রফি জিতে নেয় পিএসজি।
এই ফাইনালেও তাদের এগিয়ে রাখা হচ্ছিল সবচেয়ে বেশি। আসরে আগের ৬ ম্যাচে তারা স্রেফ একটি গোল হজম করেছিল বতাফোগোর বিপক্ষে বিস্ময়করভাবে ১-০ ব্যবধানে হারের দিনে। বিপরীতে গোল করেছিল মোট ১৬টি, যার চারটি সেমিফাইনালে রেয়াল মাদ্রিদের বিপক্ষে। কিন্তু চেলসির সামনে পাত্তাই পেল না লুইস এনরিকের দল।

এন্টসো মারেস্কার কোচিংয়ে চেলসি মৌসুম শেষ করল দ্বিতীয় ট্রফি জিতে। গত মে মাসে তারা উয়েফা কনফারেন্স লিগ জয়ের স্বাদ পায় ফাইনালে রেয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়ে।

চেলসির এবারের সাফল্যে বড় অবদান আছে গোলরক্ষক রবের্ত সানচেসেরও। গোলের জন্য পিএসজি ৮টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৬টি, সবকটিই সেভ করেন সানচেস।
যার ৪টি ছিল দুর্দান্ত। ৩৩ শতাংশের একটু বেশি সময় বল দখলে রেখে চেলসির ১০ শটের ৮টি লক্ষ্যে ছিল।

সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেসিকে ২-০ গোলে হারিয়ে আসা চেলসি আক্রমণাত্মক শুরু করে পিএসজির বিপক্ষে। অষ্টম মিনিটে বক্সের বাইরে থেকে পালমারের বাঁ পায়ের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

১৬তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় শেষ চারে রেয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারানো পিএসজি।
ফাবিয়ান রুইসের চমৎকার পাস বক্সে ভালো পজিশনে পান দিজিরে দুয়ে, কিন্তু নিজে শট না নিয়ে আশরাফ হাকিমিকে পাস দেওয়ার চেষ্টা করেন তিনি। বল ক্লিয়ার করেন চেলসির ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া।

দুই মিনিট পর বক্সের বাইরে থেকে দুয়ের জোরাল নিচু শট ঝাঁপিয়ে এক হাতে ঠেকান সানচেস।

২২তম মিনিটে এগিয়ে যায় চেলসি। গোলরক্ষকের লম্বা করে বাড়ানো বল ধরে বক্সে ঢুকে মালো গিস্তোর শট রক্ষণে প্রতিহত হওয়ার পর এই ডিফেন্ডার খুঁজে নেন পালমারকে। বাঁ পায়ের নিচু শটে বল জালে পাঠান ২৩ বছর বয়সী ইংলিশ উইঙ্গার।

আট মিনিট পর দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করেন পালমার। নিজেদের অর্ধ থেকে ডিফেন্ডার লিভাই কলউইলের উঁচু করে বাড়ানো বল ধরে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বক্সে ঢুকে পড়েন তিনি, জায়গা বানিয়ে বাঁ পায়ের আরেকটি নিচু শটে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে খুঁজে নেন জাল।

পিএসজিকে কোণঠাসা করে ৪৩তম মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় চেলসি। এই গোলেও জড়িয়ে আছে পালমারের নাম। তিনি পাস দেন বক্সে, অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে প্রথম স্পর্শে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠান জোয়াও পেদ্রো।

চেলসির হয়ে তিন ম্যাচে পেদ্রোর গোল হলো তিনটি। নতুন ঠিকানায় প্রথমবার শুরুর একাদশে নেমেই ছেলেবেলার ক্লাব ফ্লুমিনেসির বিপক্ষে চোখ ধাঁধানো দুটি গোল করেছিলেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি দারুণ সেভ করেন সানচেস। জোয়াও নেভেসের হেড ঝাঁপিয়ে ঠেকান তিনি।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে অবিশ্বাস্য সেভ করে জাল অক্ষত রাখেন সানচেস। কাছ থেকে উসমান দেম্বেলের প্রচেষ্টা দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে এক হাতে ব্যর্থ করে দেন ২৭ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষক।

৬০তম মিনিটে আরেকবার সানচেসের দৃঢ়তায় বেঁচে যায় চেলসি। ৩০ গজ দূর থেকে ভিতিনিয়ার জোরাল শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন তিনি।

৬৭তম মিনিটে জোয়াও পেদ্রোর বদলি নামার পর প্রথম স্পর্শেই চমৎকার এক গোল পেতে যাচ্ছিলেন লিয়াম ডেলাপ। বক্সের বাইরে থেকে এই ইংলিশ স্ট্রাইকারের জোরাল শট ঝাঁপিয়ে ঠেকান জানলুইজি দোন্নারুম্মা। ৮০তম মিনিটে ডেলাপের আরেকটি প্রচেষ্টা আটকান ইতালিয়ান গোলরক্ষক।

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। পেছন থেকে কুকুরেইয়ার চুল টেনে ধরায় ভিএআরের সাহায্যে পিএসজি মিডফিল্ডার জোয়াও নেভেসকে লাল কার্ড দেখান রেফারি। বাকি সময়ে আর কেউ কিছু করতে পারেনি। বাঁধভাঙা উদযাপনে মেতে ওঠে গোটা চেলসি শিবির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ