1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

এবার আইপিএল বিজয়ী পেসারের বিরুদ্ধে ধর্ষণ মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৯ Time View

যশ দয়ালের বিরুদ্ধে আগেই অভিযোগ করেছেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক নারী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, শারীরিক সম্পর্ক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে এবার ভারতীয় পেসারের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন সেই নারী।

গতকাল দয়ালের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদ পুলিশ। ইন্ডিয়ান এক্সপ্রেসকে গাজিয়াবাদের ডেপুটি কমিশনার অব পুলিশ পাটিল নিমীশ দশরথ বলেছেন, ‘নতুন ফৌজদারি বিধির ৬৯ নং ধারা অনুযায়ী (বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক) তার বিরুদ্ধে মামলা রুজু করেছি এবং তদন্ত চলমান।

দয়াল ইতিমধ্যে তার বক্তব্য পুলিশকে দিয়েছেন বলেও জানিয়েছেন গাজিয়াবাদের ডেপুটি কমিশনার নিমীশ দশরথ। এর আগে গত ২১ জুন রাজ্যের মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ প্রতিকার পোর্টালে অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগপত্রে সেই নারী বলেছিলেন, ‘গত পাঁচ বছর ধরে আমি জশ দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলাম। সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং তার পরিবার আমাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে।
আমি সম্পূর্ণভাবে তাকে বিশ্বাস করি। কিন্তু পরে জানতে পারি, সে একাধিক নারীর সঙ্গে একই ধরনের সম্পর্ক চালিয়ে যাচ্ছে। যখন প্রতারণার প্রতিবাদ করি, তখন দয়াল শারীরিকভাবে নির্যাতন করে ও মানসিকভাবে হেনস্তা করে।’

অভিযোগপত্রের শেষে বলা হয়েছে, ‘এই বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন এবং দোষীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।
এটা শুধু আমার জন্য নয়, সব প্রতারিত নারীর ন্যায়বিচারের জন্য প্রয়োজন।’

আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম শিরোপা জয়ের অন্যতম নায়ক দয়াল। পুরো মৌসুমে তিনি ১৫ ম্যাচে ১৩টি উইকেট নিয়ে ভূমিকা রাখেন ২৭ বছর বয়সী বাঁহাতি পেসার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ