1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

ঈদে আসছে ‘আশিকি’: জোভান-নীহার প্রথম জুটি ঘিরে বিতর্ক ও প্রত্যাশা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৬৯ Time View

ঈদ উপলক্ষে দর্শকদের জন্য চমক হিসেবে আসছে সিএমভি প্রযোজিত নতুন নাটক ‘আশিকি’, যেখানে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও নবাগত নায়িকা নাজনীন নীহা।

নাটকে জোভান অভিনয় করেছেন আশিক চরিত্রে, একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, যে বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে শহরে এসে কলেজে ভর্তি হয়। গান গাওয়ার প্রতিভা ও বড় গায়ক হওয়ার স্বপ্ন তাকে এক ভিন্ন জগতে টেনে নিয়ে যায়। নাটকে দেখা যাবে জোভানকে রকস্টার লুকে, যিনি মঞ্চ কাঁপাতে আসছেন।

তবে এই রকস্টার লুক ও অভিনয় ঘিরে ট্রেলার মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেক দর্শক জোভানের অভিনয়কে ‘ওভারঅ্যাক্টিং’ বলে আখ্যায়িত করেছেন। আবেগঘন দৃশ্যগুলোতে তার সংলাপ ও মুখাবয়ব অনেকের কাছে ‘অতিরঞ্জিত’ মনে হয়েছে। বিভিন্ন পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়েছে মিম, ব্যঙ্গ, এবং সমালোচনা।

একজন মন্তব্য করেছেন, “গিটার হাতে তার মুখের এক্সপ্রেশান জাষ্ট নেয়ার মতো না,” আরেকজন লিখেছেন, “বিচ্ছিরি!” আবার কেউ প্রশ্ন তুলেছেন, “এতোটা ওভারএক্টিং কেন?”

তবে সমালোচনার ভিড়ে প্রশংসাও মিলেছে। বিশেষ করে ট্রেলারের ভিজ্যুয়াল এবং আবহসংগীত কিছু দর্শকের নজর কেড়েছে। জোভানের অনুরাগীরা মনে করছেন, একটি ট্রেলারের ওপর ভিত্তি করে পুরো কাজকে বিচার করা ঠিক নয়। অনেকে আশাবাদী, নাটকটি হয়তো পুরোপুরি দেখতে গিয়ে দর্শকদের নতুনভাবে চমকে দেবে।

নাটক ‘আশিকি’ এখন মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে। এখন দেখার বিষয়, বিতর্ক ও সমালোচনার প্রেক্ষাপট পেরিয়ে এটি দর্শকদের মন জয় করতে পারে কি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ