1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৩ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই নিয়ে আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৮ জন প্রার্থী আবারও প্রার্থিতা ফিরে পেয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

ইসি জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের জানান, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে ৫৮টি আবেদন মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি সাতটি আবেদন নামঞ্জুর হয়েছে এবং ছয়টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) একদিনে ৭০টি আপিলের মধ্যে ৫১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ১৫ জনের আপিল নামঞ্জুর ও তিনজনের আপিল বিবেচনাধীন রাখা হয়।

আগামী সোমবার (১২ জানুয়ারি) ১৪১-২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে আপিল শুনানি।

নির্বাচন কমিশন (ইসি) ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানি সম্পন্ন করে আবেদন নিষ্পত্তি করবে। এরপর ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। সেই দিনই চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংখ্যা নির্ধারণ করা হবে। রিটার্নিং অফিসার ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট হবে ১২ ফেব্রুয়ারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ