1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

রহস্যময় পোস্টে আলোচনার ঝড়, রাজ–মিম কি আবার একসঙ্গে?

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৫ Time View

ঢাকাই চলচ্চিত্রে বেছে বেছে কাজ করার জন্য পরিচিত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম নতুন বছরে ফের আলোচনার কেন্দ্রে। গল্প ও চরিত্রের গুরুত্ব ছাড়া পর্দায় ফিরতে আগ্রহী নন-এমন অবস্থান বরাবরই জানিয়ে এসেছেন তিনি।

তবে বছর শুরুর আগেই নতুন কাজের ইঙ্গিত দিয়েছিলেন এই অভিনেত্রী। এবার সেই ইঙ্গিতকে ঘিরে তৈরি হলো রহস্য।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক পুরুষ অভিনেতার সঙ্গে ছবি শেয়ার করেন মিম। ছবিতে দেখা যায়, পেছন ফিরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির অবয়ব-যার মুখ স্পষ্ট নয়। ছবির ক্যাপশনে মিম লিখেছেন, “পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে?”

এই সংক্ষিপ্ত লেখাই যেন ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। মন্তব্যের ঘরে শুরু হয় জল্পনা।

অনেকেই দাবি করেন, ছবির মানুষটি শরিফুল রাজ। কেউ কেউ আবার আরিফিন শুভর নামও উল্লেখ করেন। তবে বেশির ভাগ ভক্তের মতে, ভঙ্গি ও স্টাইল দেখে রাজকেই বেশি মানানসই মনে হচ্ছে।

ইচ্ছাকৃতভাবেই সহ-অভিনেতাকে ঘিরে রহস্য তৈরি করা হয়েছে-এমনটাই ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি। তিনি বলেন, “সবাই তো ধারণা করছেন।

আপাতত আমার কিছু বলার অনুমতি নেই। শুধু এটুকু বলতে পারি, এটি একটি নতুন কাজের ইঙ্গিত। খুব শিগগিরই সব পরিষ্কার হবে।”

পরবর্তীতে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছবির সেই রহস্যময় অভিনেতা আসলে শরিফুল রাজ। ‘পরাণ’ ও ‘দামাল’-এর পর দীর্ঘ বিরতির পর আবারও রাজ–মিম জুটি হতে যাচ্ছে।

জানা গেছে, রোমান্টিক গল্পের একটি নতুন সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাবে, যার পরিচালক আলভী আহমেদ। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সূত্র জানায়, এরই মধ্যে মিম পরিচালক আলভী আহমেদের সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। পরে একই প্রজেক্টে যুক্ত হন শরিফুল রাজও। তবে দেশের পরিস্থিতি ও উপযুক্ত সময় বিবেচনায় নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করেনি।

এদিকে শরিফুল রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তিনি বলেন, “এই মুহূর্তে আমি তানিম নুর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’-এর শুটিং নিয়ে ব্যস্ত। অন্য কোনো কাজ সম্পর্কে এখন কিছু বলতে চাই না। নতুন প্রজেক্ট হলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই জানানো হবে।”

সব মিলিয়ে, রহস্যময় সেই ফেসবুক পোস্ট ঘিরে রাজ–মিম জুটির প্রত্যাবর্তনের গুঞ্জন এখন টক অব দ্য টাউন। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ