1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

শাহরুখের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে উন্মাদনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫৩ Time View

বলিউডের বাদশা শাহরুখ খান ২০২৩ সালে তিনটি ব্লকবাস্টার সিনেমার মাধ্যমে ফিরেছিলেন বড় পর্দায়। তবে ২০২৪ সালে কোনো সিনেমা মুক্তি না পেলেও, শীঘ্রই তার ‘কিং’ নামক সিনেমা আসছে, যা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা। জানা যায়, শাহরুখ খান এই সিনেমায় তার মেয়ে সুহানা খানের জন্য একটি বিশেষ সিনেমা তৈরি করছেন, যেখানে একসঙ্গে পর্দায় হাজির হবেন বাবা-মেয়ে। শুরু থেকেই ‘কিং’ সিনেমা ঘিরে এক ধরনের ভক্তদের উন্মাদনা সৃষ্টি হয়েছে।

নতুন খবর হলো, ‘কিং’ সিনেমার পরিচালনায় পরিবর্তন আনা হয়েছে। সুজয় ঘোষকে বাদ দিয়ে ‘পাঠান’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দকে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত থেকেই স্পষ্ট যে, সিনেমাটি একটি মারকাটারি অ্যাকশন থ্রিলার হতে যাচ্ছে, যেখানে জমে উঠবে বিশাল পারফরম্যান্স এবং ভয়ংকর স্টান্ট।

তবে এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি লুক ভাইরাল হয়েছে। মঙ্গলবার (৩ জুন), চলচ্চিত্র সমালোচক সুমিত কাদেল তার ভেরিফায়েড আইডি থেকে দুটি ছবি শেয়ার করেছেন। একটিতে দেখা যাচ্ছে, ছোট চুলে কালো টিশার্ট পরা শাহরুখ, সানগ্লাস পড়া শক্তিশালী পেশিতে এক ঝলক। অন্য একটি ছবিতে, শাহরুখকে চুরুট হাতে ধোঁয়া উড়িয়ে হেঁটে যেতে দেখা যাচ্ছে। সুমিত কাদেল তার পোস্টে লিখেছেন, “ট্রেড মহলে গুঞ্জন শোনা যাচ্ছে যে এটি হয়তো শাহরুখ খানের ‘কিং’ ছবির লুক হতে পারে। তবে আমি নিশ্চিত নই! কারণ আমরা জানি, শাহরুখ তাঁর চুল কতটা ভালোবাসেন। আসলেই কী হবে, তা এখনো জানতে হবে।”

সুমিত কাদেলের পোস্টে শাহরুখের লুক দেখে একদিকে ভক্তরা মুগ্ধ হলেও, অন্যদিকে নেটিজেনরা এটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি ছবি বলে মন্তব্য করেছেন। বেশ কিছু মন্তব্যে শাহরুখের নতুন লুককে বাংলাদেশের শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার লুকের সঙ্গে তুলনা করা হয়েছে।

আরেকটি নতুন ভিডিও ক্লিপও ভাইরাল হয়েছে, যেখানে শাহরুখকে সাদা ভেস্ট এবং ডেনিম প্যান্ট পরা অবস্থায় দেখা যাচ্ছে। তার শরীরজুড়ে ভয়ংকর ট্যাটু, সাহসী ভঙ্গি এবং সানগ্লাসে তিনি একেবারে রহস্যময় যোদ্ধা মনে হচ্ছেন। ভিডিওতে দেখা গেছে, তিনি হোটেলের লবিতে নিরাপত্তার মধ্যে সাহসী ভঙ্গিতে হাঁটছেন এবং এক হাতে জনতাকে শুভেচ্ছা জানাচ্ছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সবাই ধরে নিয়েছিলেন, এটি তার আসন্ন সিনেমার লুক। তবে একদিনের মধ্যেই আরেকটি লুক ভাইরাল হওয়ার পর, সিনেমাটির আসল লুক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

‘কিং’-এ শাহরুখ খানের পাশাপাশি তার মেয়ে সুহানা খানও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন। সিনেমাটির মধ্যে আরও রয়েছেন দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সির মতো অনেক তারকা। এই সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখ খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্স। ‘কিং’ সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে, তবে এর আসল লুক এবং গল্প নিয়ে আরো অনেক কিছু জানতে হবে অফিসিয়াল ঘোষণার পর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ