1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

নিশো সরি বললে তাণ্ডব-এ থাকবে নাহলে থাকবে না : রায়হান রাফী

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১০৫ Time View

২০২৩ সালে অভিনেতা আফরান নিশো ‘সুড়ঙ্গ’ ছবির মাধ্যমে বড়পর্দায় আসেন। ছবির মুক্তি আগে নিশো বিভিন্ন গণমাধ্যমে শাকিব খানকে ইঙ্গিত দিয়ে ‘সো কল্ড হিরো’ এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে কটূ মন্তব্য করেন! অথচ সেই শাকিব খানের ছবিতে সামান্য সময়ের জন্য নিশোকে রাখার চেষ্টা করছেন নির্মাতা রায়হান রাফী। আর সেটাই মানতে নারাজ শাকিব ভক্তরা।

শাকিব খানের সঙ্গে নয় ঠিক শাকিব ভক্তদের সঙ্গে আফরান নিশোর দ্বন্দের শুরুটা তখন থেকেই।
নিশো ওই আচারণ শাকিব ভক্তরা মোটেও ভালোভাবে নেয়নি। এমনকি সাধারণ দর্শকদের কাছে এমন মন্তব্যের পর নাটকের জনপ্রিয় এই অভিনেতা তোপের মুখে পড়েছিলেন। এবার শোনা যাচ্ছে, শাকিব খানের তাণ্ডব সিনেমায় কয়েক সেকেন্ডের একটি ক্যামিও থাকছে নিশোর।

আর এতেই ক্ষিপ্ত শাকিব ভক্তরা।
তাদের দাবি, শাকিবের সিনেমায় নিশোর কোনো ক্যামিও থাকবে না। যদি নিশোকে রাখতে হয়, তাহলে শাকিব খানের কাছে নিশোকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শোরগোল চলছে। জানা যায়, নিশোর ক্যামিও থাকার বিষয়টি শাকিব নিজেও ইতিবাচকভাবে নেননি।

এসব কারণে অনেক শাকিব ভক্ত ‘তাণ্ডব’ বয়কটের ডাক দিচ্ছে। কেউ কেউ বলছে, শাকিব খানের সিনেমা মুক্তি পেলে ৫ থেকে ৭বার করে ভক্তরা দেখে থাকে। কিন্তু যে অভিনেতা নতুন সিনেমায় এসেই শাকিব খানকে নিয়ে কটাক্ষ করেছেন, তিনি যদি শাকিবের কাছে ক্ষমা না চায় তাহলে ভক্তদের একাধিকবার ‘তাণ্ডব’ দেখার আগ্রহ থাকবে না।

বিষয়টি নিয়ে চুপ ছিলেন তাণ্ডব নির্মাতা রায়হান রাফী। শনিবার অনলাইনে প্রকাশিত কয়েক সেকেন্ডের অডিও-তে রাফীর মুখে শোনা যায়, নিশো যে অন্যায়টা করছে তাকে সরি বলতে হবে।
সেটা ভাইয়ার (শাকিব খান) কাছে হোক, কিংবা জন সম্মুখে হোক। এটা নিয়া আমার এবং ভাইয়া কারও কোনো দ্বিমত নাই।

উদাহরণ দিয়ে রাফী বলেন, আজকে আমার সাথে যদি কেউ অন্যায় করে থাকে, তাহলে তাকে ফোন দিয়ে আর যেভাবে হোক সরি বলতে হবে। নিশো সরি বললে শাকিব খান যদি চায় কাজ হবে, না চাইলে হবে না। আমি তো এত বোকা ডিরেক্টর না।

‘তাণ্ডব’ সিনেমায় আরও অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, এফএস নাঈম, রোজি সিদ্দিকী, ডাক্তার এজাজসহ অনেকে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে শাকিবের এই সিনেমাটি দেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ