1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

ডুপ্লিকেটে যোগ্য স্বীকৃতি পাইনি : সোনালি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫৬ Time View

নব্বই দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে। একের পর এক হিট সিনেমায় দেখা গেছে তাকে। কাজ করেছেন শাহরুখ-সালমান-আমিরদের সঙ্গে। ক্যারিয়ারে সিনেমা ও গ্ল্যামারের জন্য আলোচনায় ছিলেন এ অভিনেত্রী।
হিটও দিয়েছেন অনেক। তবে কিছু সিনেমা আজও স্মরণ করেন সোনালি যা তার প্রাপ্তির ঝুলিতে তাকে সন্তুষ্ট করতে পারেনি। যার মধ্যে একটি ‘ডুপ্লিকেট’।

ডুপ্লিকেটে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেন সোনালি।
তবে অভিনেত্রীর মতে, তার চরিত্রটি যথাযত মর্যাদা পায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ১৯৯৮ সালের ‘ডুপ্লিকেট’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। তিনি জানান, এই ছবিতে তাঁর চরিত্র যেমনভাবে শুরু হয়েছিল, সময়ের সঙ্গে সেটি বদলে যায়—এবং শেষ পর্যন্ত তাঁর প্রত্যাশা অনুযায়ী গুরুত্ব পায়নি।

সোনালি জানান, প্রথমে সমান গুরুত্বের একটি চরিত্র দেওয়া হবে বলে জানানো হয়েছিল।
কিন্তু পরে তিনি অনুভব করেন, তার চরিত্রটি ধীরে ধীরে গুরুত্ব হারায় এবং সেই স্বীকৃতি তিনি পাননি।

বলিউড বাবল-কে দেওয়া এক সাক্ষাৎকারে, ডুপ্লিকেট নিয়ে সোনালি নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, ছবিটির গান এখনও মানুষ মনে রেখেছে এবং এর জনপ্রিয়তাও প্রশংসাযোগ্য ছিল। তবে তিনি স্বীকার করেন, এই অভিজ্ঞতাটি তাকে ভবিষ্যতে চরিত্র বাছাইয়ের বিষয়ে আরও সচেতন করে তোলে।

এক্ষেত্রে জখম ছবির উদাহরণ টেনে সোনালি জানান, ‘জখম’ ছবিতে শুরু থেকেই তিনি জানতেন প্রধান চরিত্রটি তাঁর নয়, সেটি ছিল পূজা ভাটের।
তবুও তিনি ছবিটি বেছে নেন কারণ গল্পটি শক্তিশালী ছিল এবং পরিচালক মহেশ ভাটের প্রতি তাঁর শ্রদ্ধা ছিল। এক্ষেত্রে ডুপ্লিকেটে সেভাবে নিজের চরিত্র মেলে ধরতে পারেননি তিনি। সোনালির মতে, ডুপ্লিকেটে প্রথমে তার চরিত্রে কিছু ‘গ্রে শেড’ বা নৈতিক দ্বন্দ্ব রাখা হয়েছিল, যা বেশ মনে ধরেছিল তার। কিন্তু সময়ের সঙ্গে চরিত্রটি ধীরে ধীরে একমাত্রিক হয়ে ওঠে এবং গল্পে নিজের অবস্থান হারিয়ে ফেলে। অনেকটা সাইড ক্যারেক্টার হয়ে উঠে।

তবে এসব অপূর্ণতা তার ক্যারিয়ারে বেশি প্রভাব ফেলতে পারেনি। এ নায়িকার মতে, তার ক্যারিয়ারে সময়ের সঙ্গে সঙ্গে ভারসাম্য ফিরে আসে এবং তিনি তার প্রাপ্য সম্মান পেয়েছেন।

সোনালিকে সর্বশেষ দেখা গেছেন রেমো ডি’সুজার সিনেমা ‘বি হ্যাপি’-তে। একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে আরো অভিনয় করেছেন অভিষেক বচ্চন, ইনায়াত বর্মা এবং নোরা ফাতেহি। সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে এবং বর্তমানে প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ