1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

নতুন রূপে আত্মপ্রকাশ করছেন আদিত্য

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৬২ Time View

আশিকি ২ থেকে কলঙ্ক, লুডো অথবা দ্য নাইট ম্যানেজার, আদিত্য রায় কাপুরের অভিনয়ে বারবার মুগ্ধ হয়েছেন দর্শকরা। তবে এবার আর অভিনেতা হিসেবে নয়, একদম নতুন রূপে আত্মপ্রকাশ ঘটছে তার। আদিত্য রায় কাপুর এবার ধরা দিচ্ছেন গায়ক হিসেবে।

‘মেট্রো ইন দিনো’ ছবির জন্য প্লেব্যাক করেছেন তিনি।
সম্প্রতি ছবিটির গান ‘জামানা লাগে রে’ লঞ্চিংয়ে এসে এই ছবির মিউজিক কম্পোজার প্রীতম জানিয়েছেন যে আদিত্য রায় কাপুর এই ছবির জন্য গান গেয়েছেন। শুধু তাই নয়, তিনি রীতিমত এদিন অভিনেতার প্রশংসা করেন তাঁর গানের জন্য। জানিয়েছেন, মেট্রো ইন দিনো ছবিটির একাধিক গান গেয়েছেন আদিত্য।

এসময় প্রীতম বলেন, এই ছবিতে আদির ওপর যে গানগুলো রয়েছে সেগুলো ও নিজেই গেয়েছে।
ওর গানের গলা দারুণ।

স্বাভাবিক ভাবেই প্রীতম এই খবর প্রকাশ্যে আনতেই ছবিটি এবং ছবিটির গান নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা বেড়েছে আরও অনেক বেশি।

এদিন এই গানটির লঞ্চিং অনুষ্ঠানে এসে আদিত্য নিজেও তাঁর মতামত জানিয়েছেন। বলেছেন আসল ছবিটি তাঁর দারুণ পছন্দের, এই প্রজেক্টটিও খুবই বিশেষ তাঁর কাছে।

অভিনেতার কথায়, এটা আমার জন্য খুব স্পেশ্যাল। আমি আগের ছবিটির দারুণ বড় ফ্যান। ফলে এই ছবির অংশ হতে পেরে গর্বিত। অভিনেতা হিসেবে যখন গানগুলো শ্যুট করছি যেগুলোর কথা এত সুন্দর, এবং আপনাকে অভিনয় করতে হয় যে আপনি নিজেই গাইছেন সেগুলো বিষয়ে আলাদাই একটা গভীরতা এনে দেয়। আমি ১০ টা গানের জন্যই মুখিয়ে আছি।
সবগুলো এখনও শোনা হয়ে ওঠেনি। কিন্তু আমি নিশ্চিত যে সবগুলোই খুব সুন্দর হবে।

উল্লেখ্য, লাইফ ইন মেট্রো, লুডোর পর মেট্রো ইন দিনো হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তি। ভূষণ কুমার প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন অনুরাগ বসু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ