1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

কানে যাননি, তবে সুইডেনে ঝলক দেখালেন দীপিকা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৬০ Time View

সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল কান চলচ্চিত্র উৎসব। এবার কানের লাল গালিচায় দেখা মেলেনি দীপিকার। সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী। সন্তান নিয়েই তার দিনকাল।
তবে কানে না গেলেও সুইডেনের এক অনুষ্ঠানে হাজির হয়ে আলো ছড়ালেন ভারতের শীর্ষ এ অভিনেত্রী।

সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর পর আলোচনায় আসেন দীপিকা। সন্দীপ সমালোচনা করেন অভিনেত্রীর। তবে এসব পাত্তা না দিয়ে হাজার মাইল দূরের দেশ সুইডেনে ঝলক দেখালেন দীপিকা পাডুকোন।
স্টকহোমের গ্লোবাল আইকন কার্টিয়ার আয়োজিত একটি গ্ল্যামারাস পার্টিতে যোগ দেন দীপিকা। সেখানে কার্টিয়ারের সবচেয়ে দামি গয়নার সংগ্রহ ‘এন ইকুইলিবার’ উন্মোচন করেন এই গ্লোবাল স্টার। আন্তর্জাতিক অনেক তারকার মধ্যেও স্পটলাইট কেড়ে নেন দীপিকা। আশি স্টুডিওর একটি লাল রঙের পোশাকে গায়ে দীপিকা আধুনিকতা ও কালজয়ী সৌন্দর্যের মধ্যে ভারসাম্য রেখেছিলেন।

এবছর কান চলচ্চিত্র উৎসবে দেখা না গেলেও দীপিকার এই ঝলমলে উপস্থিতি যেন সেই শূন্যতা পুরোপুরি পুষিয়ে দিল। শালিনা নাথানীর স্টাইলিংয়ে দীপিকা সেই আয়োজনকে রীতিমতো নিজের র‍্যাম্পে পরিণত করেন। তিনি ইনস্টাগ্রামে ছবিগুলি শেয়ার করে লেখেন, ‘স্টকহোম থেকে হ্যালো’।

ইভেন্টে তিনি পরেছিলেন আশি স্টুডিও-এর ‘ফল ২০২৩’-এর কালেকশন থেকে এক গাঢ় লাল পোশাক। তার পোশাকে ছিল ভাস্কর্যের বিবরণ সহ একটি মেঝে ছুঁয়ে যাওয়া পোশাক এবং নীচে একটি স্ট্র্যাপলেস গাউন।
দ্বৈত স্তরের গ্ল্যামারে পোশাকটি ছিল মোহময় ও ভারসাম্যপূর্ণ। পুরো লুকের কেন্দ্রবিন্দুতে ছিল কার্টিয়ারের নতুন কালেকশনের প্যাভোসেল নেকলেস, যেখানে জড়ানো ছিল ৫৮.০৮ ক্যারেটের একটি বিশাল নীলকান্তমনি পাথর। পাথরটি ওপেনওয়ার্ক ডিজাইনে সাজানো যা ময়ূরের পালকের অনুপ্রেরণায় তৈরি।

এছাড়াও হালকা হীরার কানের দুল পরেছিলেন অভিনেত্রী। মেকআপ ছিল নিখুঁত ও মসৃণ। সাইড পার্ট করে পিছনে টানা চুল, ঝলমলে চোখ আর চকচকে বাদামী ঠোঁট। এই গ্ল্যাম লুক দীপিকার স্টাইলকে আরও আকর্ষনীয় করে তুলেছিল।

এদিকে, দীপিকার নতুন ছবিগুলো প্রকাশ হতেই প্রশংসায় ভাসায় ভক্তরা। কারো মতে, দীপিকা ‘কুইন’, কারো মতে দীপিকা হাজির হলে সবাই ফিকে হয়ে যায়। কেউ বলছেন, দীপিকাই আসল গ্ল্যামার কুইন।

সম্প্রতি প্রভাসের আসন্ন সিনেমা ‘স্পিরিট’ থেকে দীপিকার বাদ পড়া নিয়ে তৈরি হয় বিতর্ক। পরিচালক সন্দীপের কথায়, ‘অপেশাদার’ আচরণ করেছেন দীপিকা। নানা ধরনের খবর প্রকাশ করে গণমাধ্যমগুলো। যদিও দীপিকা নিজে এ বিষয়ে কিছু বলেননি। তাঁর এক ঘনিষ্ঠ হিন্দুস্তান টাইমসকে জানায়, অভিনেত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ‘অতিরঞ্জিত’। দীপিকা কিছুদিন আগেই মা হয়েছে। তাঁর দাবিগুলো নিজের তারকাখ্যাতি ও মাতৃত্বের বাস্তবতার সঙ্গে মানানসই। তিনি কন্যা দুয়ার জন্য সময় বের করার চেষ্টা করছিলেন, পাশাপাশি কাজের প্রতিশ্রুতিও রক্ষা করতে চেয়েছেন। শেষ পর্যন্ত দীপিকার বদলে নেওয়া হয় তৃপ্তি দিমরিকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ