1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

সাতে সাত বিলি আইলিশের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫৪ Time View

ক্রিকেট খেলায় এক বলে সাত রান কখন হয়? ফ্রি হিটে যখন ছক্কা হাঁকান ব্যাটার। আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে [এমএ] যেন সে কাজটাই করলেন সংগীতশিল্পী বিলি আইলিশ। সাত বিভাগে মনোনয়ন পেয়ে জিতে নিলেন সাতটি পুরস্কারই। এমন ঘটনা সচরাচর ঘটে না।

সোমবারের রাতটা যেন বিলিরই ছিল। আর্টিস্ট অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার ও অ্যালবাম অব দ্য ইয়ারের মতো প্রধান পুরস্কারগুলো তো পেয়েছেনই। পেয়েছেন ফেবারিট ট্যুরিং আর্টিস্ট, ফেবারিট ফিমেল পপ আর্টিস্ট, ফেবারিট পপ অ্যালবাম ও ফেবারিট সংয়ের পুরস্কারও।

কিঞ্চিৎ দুঃখজনক ব্যাপার হলো, অসামান্য এ অর্জন নিজ হাতে গ্রহণ করতে পারলেন না বিলি।
কারণ তিনি রয়েছেন ইউরোপ ট্যুরে। সেখান থেকে পাঠানো ভিডিও বার্তায় কৃতজ্ঞতা জানিয়ে গায়িকা বলেন, ‘ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ। কারণ তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তারা আমাকে মনে করিয়ে দেয়, এ পৃথিবীতে এখনো আলো আছে।

লাস ভেগাসে অনুষ্ঠিত জমকালো এ আয়োজনে এবার আজীবন সম্মাননা দেওয়া হয়েছে রড স্টুয়ার্টকে, আর আইকন অ্যাওয়ার্ড দেওয়া হয় কিংবদন্তি জেনেট জ্যাকসনকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেনিফার লোপেজ।

এমএ-তে সর্বোচ্চ ৪০টি পুরস্কার জেতার রেকর্ড টেইলর সুইফটের দখলে। অথচ এবার তিনি একটি পুরস্কারও জিততে পারেননি। মনোনয়ন পেয়েছিলেন ছয়টি।
এবার কেনড্রিক লামারকে টপকে জনপ্রিয় পুরুষ হিপ-হপ শিল্পী হয়েছেন এমিনেম, জিতেছেন হিপ-হপ অ্যালবামের পুরস্কারও। তবে ‘নট লাইক আস’-এর জন্য সেরা হিপ-হপ গানের পুরস্কার পেয়েছেন কেনড্রিক লামার। বিয়ন্সের ‘কাউবয় কার্টার’ হয়েছে সেরা কান্ট্রি অ্যালবাম। কান্ট্রি আর্টিস্টও হয়েছেন তিনি। আর সেরা পুরুষ পপশিল্পী হয়েছেন ব্রুনো মারস। নিউ আর্টিস্ট অব দ্য ইয়ার হয়েছেন গ্রেসি আব্রামস। লেডি গাগা ও ব্রুনো মারসের ‘ডাই উইথ আ স্মাইল’ হয়েছে কোলাবরেশন অব দ্য ইয়ার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ