1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

গণতন্ত্রের ঘাটতির কারণে গণমাধ্যমের ওপর চাপ বাড়ছে: খসরু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪৬ Time View

মুক্ত ও নিরপেক্ষ গণমাধ্যম প্রতিষ্ঠায় রাজনীতিকদের আরও সহনশীল হওয়া জরুরি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের ঘাটতির কারণে গণমাধ্যমের ওপর চাপ বাড়ছে। সাংবাদিকদের সাহসী অবস্থান থাকলে গণমাধ্যমের ভবিষ্যৎ ভালো হবে।

সোমবার (২৫ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করে বিগত আমলে ডিআরইউর নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অতীতের আন্দোলন সংবিধান ও গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন হলেও এখনো কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়নি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,

বিগত আন্দোলন ছিল সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার ফেরত পাওয়ার জন্য। তবে সেই অবস্থায় এখনো যাওয়া সম্ভব হয়নি। গণতন্ত্রের ঘাটতির কারণে গণমাধ্যমের ওপর চাপ বাড়ছে। যারা অগণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করে, তারা গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

‘গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো কিছুতেই সংস্কার কাজ করবে না। গণতান্ত্রিক অর্ডারের জন্য সবার ঐক্যবদ্ধ থাকতে হবে, নয়তো সংকট কাটবে না’, যোগ করেন তিনি।

এসময় একটি মুক্ত ও নিরপেক্ষ গণমাধ্যম প্রতিষ্ঠায় রাজনীতিকদের আরও সহনশীল হওয়া জরুরি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সেইসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের সাহসী অবস্থান থাকলে বাংলাদেশের গণমাধ্যমের ভবিষ্যৎ ভালো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ