1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

নির্বাচনী রোডম্যাপ নিয়ে নিশ্চয়ই ষড়যন্ত্র হচ্ছ: নজরুল ইসলাম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৫২ Time View

সোমবার (১৯ মে) প্রেসক্লাবে ১২ দলীয় জোটের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এমন অপপ্রচারের চেষ্টা করছে অনেকে। তবে, আওয়ামী লীগের সঙ্গে কখনও আপোষ নয় এবং কেউ আপোষ করতে গেলেও তা রুখে দেয়া হবে।’

নির্বাচন ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে ১২ দলীয় জোটের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এ সময়, রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছেছে তার ভিত্তিতে সনদ তৈরি করে দ্রুত ভোটের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়াও, নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে কোনো বাধা না থাকলে বিলম্ব করে জোট তৈরির জন্য সময় নেয়া হচ্ছে কিনা এমন প্রশ্নও নজরুল ইসলাম খানের।

এদিকে প্রেসক্লাবে আলাদা অনুষ্ঠানে করিডর প্রসঙ্গে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ‘রাখাইনের মানবিক করিডর ইস্যু একটা আন্তর্জাতিক চক্রান্ত। যার সিদ্ধান্ত নেবে শুধুমাত্র পার্লামেন্ট।’

নির্বাচনী রোডম্যাপ নিয়ে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করা হচ্ছ এবং নতুন কাউকে সুযোগ দিয়ে সংগঠিত করার জন্য অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেয়া হয়নি বলেও দাবি করেন দলটির নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ