1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

কানে যাচ্ছেন না আলিয়া, যাত্রা বাতিল করলেন যে কারণে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৫৭ Time View

বছর পেরিয়ে আবারও শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার (১৩ মে) কানের ৭৮তম আসর শুরু হয়েছে ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভাল ভবনে। বিশ্বের সিনেমাপ্রেমীরা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সেখানে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা শুরু হয়েছে।
হলিউড থেকে বলিউড, নামিদামি সব তারকার পদচারণে মুখরিত কান উৎসব।

এ বছর ভারত থেকে কানে যাওয়া তারকাদের মধ্যে রয়েছেন জাহ্নবী কাপুর, ইশান খাট্টার, প্রযোজক করণ জোহর, লাপাতা লেডিসের অভিনেত্রী নিতানশি গোয়েল, উর্বশী রাওতেলার মতো জনপ্রিয় মুখ। কানের লাল গালিচায় হাঁটার কথা রয়েছে আলিয়া ভাটেরও। তবে শেষ মুহূর্তে কানের সফর বাতিল করেন এ অভিনেত্রী।
আলিয়ার মতো এবার ঐশ্বরিয়া রাই বচ্চনেরও কান উৎসবে যাওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে।

প্রথমবারের মতো এবার কানে যাওয়ার জন্য প্রস্তুতি নেন আলিয়া ভাট। তাই আলিয়ার ভক্তদের ছিল বাড়তি উন্মাদনা। তবে অনুরাগীদের নিরাশ করলেন এ অভিনেত্রী।
জানা গেছে, ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে দেশবাসীর সঙ্গে সংহতি জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া।

মিড ডের প্রতিবেদন অনুযায়ী, প্যারিস ফ্যাশন উইকে নজরকাড়া উপস্থিতির পর কানে আত্মপ্রকাশ করতে প্রস্তুত ছিলেন আলিয়া। সপ্তাহান্তে তার ফ্রান্সে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি সেই পরিকল্পনা স্থগিত রাখেন। এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘দেশের এমন কঠিন সময়ে তিনি কান উৎসবে যেতে মানসিকভাবে প্রস্তুত ছিলেন না।
তাই সিদ্ধান্ত নেন না যাওয়ার।’

ইন্ডিয়া টুডের আরেকটি রিপোর্টে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলে পরে কানে অংশ নিতে পারেন আলিয়া। সীমান্তে টানাপড়েনের মধ্যে আলিয়া মনে করছেন এখন এমন মঞ্চে যাওয়া ঠিক হবে না। তবে পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তাহলে তিনি অন্য কোনো দিন গিয়ে হাজির হবেন।

মঙ্গলবার (১৩ মে) রাত ১১টা ১৫ মিনিটে শুরু হয় ৭৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো এ আয়োজনে নানা দেশের তারকারা অংশ নিয়েছেন। হাজির হয়েছেন বরেণ্য সব পরিচালক ও প্রযোজকরা। উৎসব চলবে ২৪ মে পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ