1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

রুমিন ফারহানা হেভিওয়েট কেউ নন: জুনায়েদ আল হাবীব

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৫ Time View

রুমিন ফারহানা বহিষ্কৃত, তিনি রাজনীতিতে হেভিওয়েটও কেউ নন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী জুনায়েদ আল হাবীব।

শনিবার (১০ জানুয়ারি) তিনি এমন মন্তব্য করেন।

জুনায়েদ আল হাবীব বলেন, ‘আমার আসনকে বিএনপির ঘাঁটি বলা যায়। আমাকে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। যার নাম বলছেন (রুমিন ফারহানা), তিনি বহিষ্কৃত। তার সঙ্গে কেউ যাবে না এটাই স্বাভাবিক। আমার আসন আলেম ওলামার আসন, সবাই আমাকে সমর্থন দেবেন এবং আমি বিপুল ভোটে জয়ী হবেন।’
আরও পড়ুন
চাঁদাবাজ-দখলবাজদের হাতে ক্ষমতা গেলে কেউই নিরাপদ থাকবে না: জামায়াত সেক্রেটারি

রুমিন ফারহানা বহিষ্কৃত, রাজনীতিতে হেভিওয়েটও কেউ নন উল্লেখ করে বিএনপি সমর্থিত এ প্রার্থী বলেন, ‘আমার রাজনৈতিক বয়সের সঙ্গে তিনি অনেক দূরত্বে আছেন। আমার রাজনীতি শুরু ১৯৭৮ সালে, আর তিনি জন্মই নিয়েছেন ৮২ সালে। তাই তার দ্বারা উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না নির্বাচনে।’

এর আগে বৃহস্পতিবার বিকালে এক অনুষ্ঠানে রুমিন ফারহানা বলেন, অতীতে আওয়ামী লীগ আমলে বাইরের এলাকার সংসদ সদস্যরা এসে সরাইল-আশুগঞ্জ এলাকায় প্রভাব খাটাতেন।

একই ধারাবাহিকতায় এখন জোটের পক্ষ থেকে আনা একজন ‘রোহিঙ্গা প্রার্থী’ সদর আসনের এমপি প্রার্থীর সঙ্গে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। তবে তার ভাষায়, সরাইল-আশুগঞ্জের মানুষ শেষ পর্যন্ত নিজেদের এলাকার সন্তানকেই বিজয়ী করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ