1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

প্রাণনাশের হুমকি পেলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৩ Time View

ভারতের তারকা পেসার মোহাম্মদ শামিকে ইমেইলের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। চলতি আইপিএল মৌসুমের মাঝেই রোববার (৪ মে) এই হুমকি পান তিনি। ঘটনার পর উত্তরপ্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের করেছেন শামির ভাই মোহাম্মদ হাসিব।

ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হাসিব অভিযোগে উল্লেখ করেন, ‘রাজপুত সিনদার’ নামের একজন ব্যক্তি শামিকে প্রাণে মারার হুমকি দিয়ে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছেন।

এফআইআরটি ভারতীয় দণ্ডবিধির (বিএনএস) ২০২৩-এর ৩০৮ (৪) ধারা এবং তথ্য প্রযুক্তি (সংশোধন) আইন, ২০০৮-এর ৬৬ডি ও ৬৬ই ধারায় নথিভুক্ত করা হয়েছে।

বর্তমানে আইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন শামি। দলের হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন এই তারকা পেসার।

এছাড়া, ভারতের হয়ে গেলো চ্যাম্পিয়নস ট্রফি জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি।
সেখানে পাঁচ ম্যাচে ৯ উইকেটের মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে এক ম্যাচে নিয়েছেন ৫টি উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ