1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

সময় ও অর্থ সাশ্রয়ে ৩৬ ধরনের ডকুমেন্টস সত্যায়ন অনলাইনে : আইন মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৭ Time View

সময় ও অর্থ সাশ্রয়ে ৩৬ ধরনের ডকুমেন্টস সত্যায়ন এখন অনলাইনে মাধ্যমে করা হচ্ছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল একথা জানান।

তিনি বলেন, ৩৬ ধরনের ডকুমেন্ট আইন মন্ত্রণালয় সত্যায়ন করতো। ম্যানুয়ালি এ কাজ সম্পাদনের ফলে জনসাধারণকে অনেক হয়রানি পোহাতে হয়েছে।
তা নিরসনে এ কার্যক্রম সম্পূর্ণরূপে গত ১৩ ডিসেম্বর থেকে অনলাইন হচ্ছে। এতে করে জনগণের অর্থ ও সময়ের সাশ্রয় হচ্ছে।

এর আগে, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ কর্তৃক বিদেশে ব্যবহৃত ডকুমেন্ট অ্যাপোস্টিল পদ্ধতিতে (অনলাইনের মাধ্যমে) সত্যায়ন কার্যক্রম শুরু হয়েছে।

বিদেশে ব্যবহৃত ডকুমেন্ট প্রথমে নোটারি পাবলিক বা প্রযোজ্য ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের সত্যায়ন সম্পর্কিত কার্যক্রম সম্পাদন করে অ্যাপোস্টিল পদ্ধতিতে (অনলাইনে মাধ্যমে) সত্যায়নে www.mygov.bd লিংকে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হয়।
অতপর সব ডকুমেন্টের হার্ডকপি রুম নং ১১১২, সরকারি পরিবহন পুল ভবন, সচিবালয় লিংক রোড, ঢাকায় দাখিল করতে হয়।

আইন ও বিচার বিভাগের সহকারী সচিব মো. আযিযুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

বিদেশে ব্যবহৃত ডকুমেন্টস সত্যায়নে এতদিন ম্যান্যুয়াল পদ্ধতি চালু থাকায় নানা ভোগান্তির শিকার হতে হতো। অনলাইনে সত্যায়ন পদ্ধতি চালু করায় এখন সময় ও অর্থের সাশ্রয় হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ