1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

২০ মিনিট দৃশ্য বাড়াল ‘পুষ্পা ২’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৫০ Time View

গত বছরের শেষ ভাগে, ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ভারতের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র ‘পুষ্পা ২’। মুক্তির পর থেকে গত দেড় মাসে ভারত ও বিশ্বজুড়ে বক্স অফিসে তাণ্ডব চালিয়েছে আল্লু অর্জুনের সিনেমাটি। গড়েছে একের পর এ রেকর্ড। তবে দেড় মাস পর নতুন চমক নিয়ে হাজির ‘পুষ্পা ২’।
সিনেমাটিতে যুক্ত হলো আরো ২০ মিনিট দৃশ্য! এমনই চমক দেখালেন দক্ষিণ ভারতীয় নির্মাতা সুকুমার।

‘পুষ্পা ২ : দ্য রুল’ গতকাল থেকে ২০ মিনিট অতিরিক্ত দৈর্ঘ্যে প্রদর্শিত হচ্ছে। নতুন এই সংস্করণকে বলা হচ্ছে ‘পুষ্পা ২ রিলোডেড’। আগে সিনেমার দৈর্ঘ্য ছিল তিন ঘণ্টা ২০ মিনিট; এখন সেটা দাঁড়িয়েছে তিন ঘণ্টা ৪০ মিনিটে।
সাম্প্রতিক সময়ে এত দীর্ঘ সিনেমা দেখা যায় না বললেই চলে। এর পরও দর্শককে আকৃষ্ট করে রাখছে ‘পুষ্পা’র ম্যাজিক।

প্রায় ৫০০ কোটি রুপিতে নির্মিত হয়েছে ‘পুষ্পা ২’। আয়োজনে কমতি রাখেননি নির্মাতা সুকুমার।
গল্প ও দৃশ্যায়নের পরিসর এত বাড়িয়েছেন, দর্শক হাঁ হয়ে দেখছে। এরই মধ্যে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়ে গেছে এক হাজার ৮০০ কোটি। অনেকে ধারণা করেছিল, এটি দুই হাজার কোটির ক্লাবে প্রবেশ করবে। তবে সেটা আর সম্ভব কি না, তা পরিষ্কার নয়। কেননা ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গত কয়েক দিনে একাধিক নতুন সিনেমা মুক্তি পেয়েছে।
ফলে ব্যবসার অনুপাতও ভাগ হয়ে গেছে।

‘পুষ্পা’ ট্রিলজির দ্বিতীয় সিনেমা এটি। প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল ২০২১ সালে। নাম ভূমিকায় আছেন আল্লু অর্জুন। সঙ্গে অভিনয় করেছেন রাশমিকা মানদানা, ফাহাদ ফাসিল, জগপতি বাবু, ধনঞ্জয়, সুনীল প্রমুখ। এর শেষ পর্ব ‘পুষ্পা : দ্য র‌্যাম্পেজ’ মুক্তি পাবে ২০২৬ সালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ