1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি মাদুরো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৯ Time View

যুক্তরাষ্ট্রের সঙ্গে মাদক পাচার, তেল ও অভিবাসন ইস্যুতে আলোচনায় বসতে আগ্রহী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কয়েক সপ্তাহব্যাপী মার্কিন অভিযানের পর গতকাল বৃহস্পতিবার (০১ জানুয়ারি) এমন সিন্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

গত তিন মাস ধরে ক্যারিবীয় অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সন্দেহে জাহাজগুলোতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের বাহিনী।

ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্র যেখানে চাইবে এবং যখন চাইবে তিনি সংলাপের জন্য প্রস্তুত ।

তবে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্য সম্পর্কে করা প্রশ্ন এড়িয়ে যান। গত সোমবার ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় একটি ‘ডকিং ফ্যাসিলিটি’ লক্ষ্য করে হামলা চালিয়েছে যার ফলে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে। যা দেশটির ভেতরে সিআইএ পরিচালিত প্রথম হামলা।

এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসনের মাদকবিরোধী যুদ্ধের অংশ হিসেবে জাহাজগুলোর ওপর ৩০টিরও বেশি হামলা চালানো হয়েছে।

গত বুধবারে মাদক বহনের অভিযোগে দুটি নৌকায় আঘাত হানা হয়। এতে নৌকাগুলোতে থাকা পাঁচজন নিহত হওয়ার দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ।

সিএনএন ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয় এই বিস্ফোরণটি সিআইএ পরিচালিত একটি ড্রোন হামলায় ঘটেছে।

তবে সাক্ষাৎকারে হামলাটি নিয়ে মাদুরোকে প্রশ্ন করলে তিনি জানান, ‘আমরা কয়েকদিনের মধ্যে এ নিয়ে আলোচনা করতে পারি।

সাম্প্রতিক সময়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রে মাদকের প্রভাব কমাতে ফেন্টানিল ও কোকেন পাচার বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মাদুরোকে ধরিয়ে দিতে যে পুরস্কার ঘোষণা করা হয়েছিল তা দ্বিগুণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এ ছাড়া মাদুরো সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন (এফটিও) হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছেন।

মাদুরো দাবি করেছেন তিনি কোনো মাদক চক্রের নেতা নন। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন, তাকে ক্ষমতাচ্যুত করা এবং ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের দখল নেওয়ার অজুহাতে ট্রাম্প প্রশাসন ‘মাদকবিরোধী যুদ্ধ’ ব্যবহার করছে।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক মাদক পাচারে ভেনিজুয়েলা তুলনামূলকভাবে ছোট অংশ। এটি মূলত একটি ট্রানজিট দেশ, যা ব্যবহার করে অন্য দেশে উৎপাদিত মাদক পাচার করা হয়।

ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ কলম্বিয়া বিশ্বের সবচেয়ে বড় কোকেন উৎপাদক। তবে ধারণা করা হয় ভেনিজুয়েলা নয়, বরং অন্য পথ দিয়েই বেশিরভাগ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ