1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

তিন দিনের মধ্যে ব্যানার-পোস্টার সরানোর সিদ্ধান্ত বিএনপির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৯ Time View

রাজধানী ঢাকাসহ দেশের সব জায়গা থেকে তিন দিনের মধ্যে ব্যানার-পোস্টার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সদ্য প্রয়াত দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানানো ব্যানার-পোস্টার বাদে অন্য সব ব্যানার-পোস্টার সরিয়ে নেওয়া হচ্ছে।

আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক হয়।
বৈঠকে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। পরে তিনি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ব্যানার-পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবীর রিজভী বলেন, ‘ব্যানার-পোস্টার রাজনৈতিক মত প্রকাশের মাধ্যম হলেও এগুলো লাগানোর ফলে শহরের সৌন্দর্য ও নান্দনিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এসব লাগাতে গিয়ে কারো অধিকার যাতে ক্ষুণ্ন না হয়, সে জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন।

তিনি জানান, মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ব্যানার-পোস্টার সরানোর কাজ শুরু করেছে।

রিজভী বলেন, ‘ম্যাডামের মৃত্যুতে শোকের ব্যানার-পোস্টার হয়তো আরো কয়েক দিন থাকবে।’

তিনি আরো বলেন, ‘আমরা ইতিমধ্যে বৈঠক করে দায়িত্ব ভাগ করে নিয়েছি। কোনো কর্মসূচি শেষ হলে নিজ উদ্যোগেই সংশ্লিষ্ট ব্যানার-পোস্টার সরিয়ে ফেলা উচিত।
সেই লক্ষ্যেই আজ ঢাকা মহানগরীতে কাজ শুরু হলো। এটি সারা দেশে চলবে। আশা করছি তিন দিনের মধ্যে সারা দেশ থেকে ব্যানার-পোস্টার সরিয়ে ফেলা যাবে।’

এ সময় উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামান, মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবীন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, ছাত্রদলের রাজু আহমেদ ও ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ