মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হুঁশিয়ারি দিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের ওপর যদি নিরাপত্তা বাহিনী গুলি চালায়, তবে তিনি তাদের সহায়তায় এগিয়ে আসবেন। কয়েক দিন ধরে চলমান এই অস্থিরতায় কয়েকজন নিহত হয়েছে, যা বহু বছরের মধ্যে ইরানি কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমরা প্রস্তুত—তৈরি এবং সজ্জিত।’ গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়—যা তেহরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান অভিযানে যুক্ত হওয়ার অংশ ছিল।
ট্রাম্পের মন্তব্যের জবাবে শীর্ষ ইরানি কর্মকর্তা আলি লারিজানি সতর্ক করে বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ গোটা অঞ্চলের অস্থিতিশীলতার সমান হবে।
ইরান লেবানন, ইরাক ও ইয়েমেনের বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দেয়।
এদিকে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া ইরানের পশ্চিমাঞ্চলের এক স্থানীয় কর্মকর্তাকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, যে কোনো অস্থিরতা বা বেআইনি সমাবেশ ‘কঠোর ও নির্দয়ভাবে’ দমন করা হবে, যা সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কা বাড়িয়েছে।
মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার প্রতিবাদে ছড়িয়ে পড়া এই বিক্ষোভে পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান ও চাহারমাহাল-ও- বাখতিয়ারি প্রদেশে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘাতের ঘটনা ঘটেছে।
রাষ্ট্রসমর্থিত গণমাধ্যম ও অধিকার সংগঠনগুলো বুধবার থেকে কমপক্ষে ছয়জনের মৃত্যুর খবর দিয়েছে। এর মধ্যে একজন রেভলিউশনারি গার্ডস-সংশ্লিষ্ট বসিজ মিলিশিয়ার সদস্য ছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সাম্প্রতিক দশকগুলোতে ইরান কয়েক দফা বড় ধরনের অস্থিরতা মোকাবেলা করেছে, যেখানে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা ও গণগ্রেপ্তার সাধারণ ঘটনা ছিল। কিন্তু অর্থনৈতিক সংকট এবার কর্তৃপক্ষকে আরো দুর্বল করে তুলতে পারে।
সর্বশেষ অস্থিরতার মধ্যে নির্বাচিত প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান আপসমূলক সুরে কথা বলেছেন। তিনি জীবনযাত্রার ব্যয় সংকট নিয়ে বিক্ষোভ নেতাদের সঙ্গে সংলাপের প্রতিশ্রুতি দিয়েছেন, যদিও অধিকার সংগঠনগুলো বলছে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে।
ট্রাম্পের হুমকির আগেই বৃহস্পতিবার পেজেশকিয়ান স্বীকার করেন, কর্তৃপক্ষের ব্যর্থতাই সংকটের পেছনে রয়েছে।
তিনি বলেন, ‘দোষ আমাদেরই… দোষ খুঁজতে আমেরিকা বা অন্য কারো দিকে তাকাবেন না। জনগণ যাতে সন্তুষ্ট থাকে—আমাদেরই সঠিকভাবে সেবা দিতে হবে… এই সমস্যাগুলোর সমাধান আমাদেরই খুঁজে বের করতে হবে।
’
পেজেশকিয়ানের সরকার অর্থনৈতিক উদারীকরণ কর্মসূচি চালু করার চেষ্টা করছে। তবে সেই উদ্যোগের একটি—কিছু মুদ্রা বিনিময় বিধিনিষেধ শিথিল করা—বাজারে ডলারের বিপরীতে রিয়ালের তীব্র পতনে ভূমিকা রেখেছে।
গত বছরের ইসরায়েলি ও মার্কিন হামলা কর্তৃপক্ষের ওপর চাপ বাড়িয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে ইরানের ঘনিষ্ঠ মিত্র সিরিয়ার বাশার আল-আসাদের পতন এবং ইরানের প্রধান আঞ্চলিক অংশীদার, লেবাননের হিজবুল্লাহর ওপর ইসরায়েলের ব্যাপক হামলা।
লারিজানি বলেন, ‘আমেরিকান জনগণকে জানা উচিত—ট্রাম্পই এই দুঃসাহসিকতা শুরু করেছেন। তাদের উচিত নিজেদের সেনাদের দিকে খেয়াল রাখা।’