1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল কোনো ছাড় নয়, ইউক্রেনকে ডনবাস ছাড়তে হবে নয়তো শক্তি প্রয়োগে স্বাধীন করব কেউ কেউ জুলাইয়ের স্পিরিটকে বিক্রি করে দিচ্ছে : শিবির সভাপতি ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ সারা দেশে দোয়া প্রার্থনা ফাঁকা আরো ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি ২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে আইনি নোটিশ জুবাইদা রহমান কাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন : মাহদী আমিন মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের ৮৮টি বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ৬ ডিসেম্বর থেকে সচিবালয়-যমুনাসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

শুরু করিতেছি আল্লাহ্র নামে যিনি পরম করুনাময়, অতি দয়ালু।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১২
  • ২০২ Time View

শুরু করিতেছি আল্লাহ্র নামে যিনি পরম করুনাময়, অতি দয়ালু।

বিশ্বাস রাখেন রাসুল সেই বিষয়ের প্রতি যাহা তাঁহার প্রতি নাযিল করা হইয়াছে তাঁহার প্রভুর পক্ষ হইতে আর মমিনগনও; সকলেই বিশ্বাস রাখে আল্লাহ্র প্রতি এবং তাঁহার ফেরেশ্তাগনের প্রতি ও তাঁহার কিতাবসমুহের প্রতি এবং তাঁহার পয়গম্বরগনের প্রতি এইমর্মে যে, আমরা তাঁহার পয়গম্বগনের মধ্যে কাহাকেও পার্থক্য করি না, আর তাহারা সকলেই বলিল, আমরা শ্রবন করিলাম এবং সানন্দে আনুগত্য স্বীকার করিলাম, আমরা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি।

হে আমাদের প্রতিপালক! আর আপনার দিকেই প্রত্যাবর্তিত হইতে হইবে। আল্লাহ্ তাআলা কাহাকেও নির্দেশ পালনে বাধ্য করেন না কিন্তু উহাই যাহা তাহার সামর্থে আছে। সে ছওয়াবও উহারই পাইবে যাহা সে স্বেচ্ছায় করে এবং সে শাস্তিও উহারই ভোগ করিবে যাহা স্বেচ্ছায় করে। হে আমাদের রব! আমাদিগকে পাকরাও করিবেন না, যদি আমরা ভুলিয়া যাই কিন্বা ভুল করিয়া বসি। হে আমাদের রব! আমাদের প্রতি কোন কঠিন ব্যবস্থা পাঠাইবেন না, যেরুপ আমাদের পূর্ববর্তীদের উপর পাঠাইয়াছিলেন, হে আমাদের রব! আর আমাদের প্রতি এমন কোন গুরুভার চাপাইবেন না যাহা বহন করার শক্তি আমাদের নাই।আর ক্ষমা করিয়া দিন আমাদিগকে এবং মার্জনা করিয়া দিন। আর আমাদের প্রতি কৃপা করুন। আপনি আমাদের কর্মসম্পাদক। সুতরাং আমাদিগকে কাফের সম্প্রদায়ের উপর প্রাবল্য দান করুন।

আল্ কোরআন, সুরা আল বাকারা, আয়াত- ২৮৫-২৮৬।

শুরু করিতেছি আল্লাহ্র নামে যিনি পরম করুনাময়, অতি দয়ালু।

হে আমাদের প্রতিপালক! আমরা ঈমান আনিয়াছি, সুতরাং আমাদের গুনাসমুহ মা’ফ করিয়া দিন এবং আদিগকে দোযখের আযাব হইতে বাঁচাইয়া লউন।

আল্ কোরআন, সুরা আল ইমরান, আয়াত- ১৫।

শুরু করিতেছি আল্লাহ্র নামে যিনি পরম করুনাময়, অতি দয়ালু।

আপনি বলুন যে, আমি প্রভাতের মালিকের আশ্রয় গ্রহন করিতেছি, সমস্ত সৃষ্ট বস্তুর অপকারিতা হইতে, আর অন্ধকার রাত্রির অপকারিতা হইতে, যখন (উহা) আসিয়া উপস্থিত হয়, আর (যাদু তাগার) গ্রন্থিসমুহের উপর পড়িয়া পড়িয়া ফুৎকারকারিনীদের অপকারিতা হইতে, আর হিংসা পোষণকারীর অপকারিতা হইতে – যখন সে হিংসা করিতে থাকে।

আল্ কোরআন, সুরা আল ফলক্ব।

শুরু করিতেছি আল্লাহ্র নামে যিনি পরম করুনাময়, অতি দয়ালু।

আপনি বলুন যে, আমি আশ্রয় গ্রহন করিতেছি – মানবকুলের প্রতিপালকের, মানববৃন্দের অধিপতির, সমস্ত মানবের মা’বুদের, কুপ্ররোচনা প্রদানকারী, পশ্চাদাপসরনকারীর ( অর্থাৎ শয়তানের ) অপকারিতা হইতে, যে মানব মন্ডলীর অন্তরসমুহে কুপ্ররোচনা প্রদান করে, চাই সে জ্বিন হউক অথবা মানব। ( অর্থাৎ মানব ও জ্বিন উভয় শ্রেনীর শয়তান হইতেই আশ্রয় লইতেছি)

আল্ কোরআন, সুরা আন নাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ