‘ঈদের পরে মহাসমাবেশ’

‘ঈদের পরে মহাসমাবেশ’

পুঁজিবাজারে দরপতনের প্রতিবাদে ডিএসইর মূল ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরষিদ।

সমাবেশ শেষে তাদের মিছিল ডিএসইর সামনে থেকে শুরু হয়ে বাংলাদেশ ব্যাংক ঘুরে ইত্তেফাক মোড় হয়ে আবার ডিএসইর সামনে এসে শেষ হয়।

সমাবেশ ও মিছিলে আগরে মতোই তারা র্অথমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের পদত্যাগ দাবি করেন। সমাবেশে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ আগের চেয়ে আজ অনেক কম ছিল।

মিছিলের সময় ওই এলাকায় ১৫ মিনিটের মতো যানচলাচল বন্ধ থাকে।

সমাবশে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী বলেন, ‘ঈদের পরে মহাসমাবশের ডাক দেওয়া হবে।’

তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, ‘ঈদের আগে বাজার ভালো হওয়ার সম্ভবনা দেখছি না। অতএব আপনারা শেয়ার কেনাবেচা থেকে বিরত থাকুন।’

একই সঙ্গে আগামী রোববার থেকে প্রতিটি ব্রোকারেজ হাউজের লেনদেন বন্ধ রাখতে বিনিয়োগকারীদের প্রতি তিনি আহ্বান জানান।

অর্থ বাণিজ্য