চুরির পণ্য জানার পরেও কেনার বিধান

চুরির পণ্য জানার পরেও কেনার বিধান

মোবাইল থেকে শুরু করে নানা ধরনের জিনিস চুরি করে বিক্রি করেন অনেকেই। তবে সেই পণ্য চুরি করে আনা হয়েছে জানার পরেও কিনে নেওয়া জায়েজ হবে কি না, তা নিয়ে অনেকের মনেই খটকা আছে।

কেউ মনে করেন, আমি তো টাকা পরিশোধ করেই জিনিসটি কিনে নিচ্ছি; যে চুরি করেছে, দায় তার। কিন্তু সেই ধারণা আসলে ভুল। ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকার বিশেষজ্ঞরা বলছেন- বিক্রেতা চোরাই পণ্য বিক্রি করতে এসেছে জানার পর তা কিনে নেওয়া জায়েজ হবে না।

আর এই ফতোয়ার সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে- (আদ্দুররুল মুখতার : ৫/৯০, ফাতাওয়ায়ে রশিদিয়া : পৃষ্ঠা. ৪৯৯, মাহমুদিয়া : ১১/২৮০, ফাতওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৭/৪৮৩)

ইসলামী জগত