1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

‘মুশফিকের বাবা, মিরাজের খালা কাকে মেরেছে; তা আমাকে দেখতে হয়’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ২২ Time View

ক্রিকেটারদের ধর্মঘটের বিষয়ে কথা বলতে গিয়ে তাদের ব্যক্তিগত আক্রমণই করে বসলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ দুপুরে দীর্ঘ সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্রিকেটারদের ব্যক্তিগত সমস্যাও তাকে সমাধান করতে হয়েছে। এরপরেও তাদের নানারকম সুযোগ সুবিধা দিচ্ছেন বলেও দাবি করেন পাপন।

তিনি বলেন, ‘কার ভাইকে এসপি-ডিসি মেরেছে, রাতে সেই এসপিকে ফোন দিয়ে ব্যবস্থা নিতে হয়েছে। এক খেলোয়াড়কে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। বলছে মেরে ফেলবে! বিদেশ থেকে এসব থামাতে হয়। কার মামার জমি দখল করে নিয়ে গেছে উত্তরায়, সেটি উদ্ধার করতে হয়েছে। মুশফিকের বাবা, মিরাজের খালা কোন গ্রামে কাকে মেরেছে, সেটার সমাধান আমাকে করতে হয় বিদেশ থেকে। এসময় এগুলো (ধর্মঘট) আমার কাছে ধাক্কা।’

ইমরুল কায়েসের বাচ্চার অসুখের সময় তিনি কীভাবে সাহায্য করেছেন তা উল্লেখ করে পাপন বলেন, ‘ইমরুলের বাচ্চা খুব অসুস্থ। অ্যাপোলো কিছু করতে পারছে না। সিঙ্গাপুরে নিতেই হবে। আমাকে বলল, আমার ভিসা নেই। কালকের মধ্যে ভিসা করে দিতে হবে। বললাম, টিকিট করে ফেল। এক দিনের মধ্যে সবার ভিসা করলাম। রাতে একটা অনুষ্ঠানের মধ্যে আবার ফোন করল। বলল, বাচ্চার এত খারাপ অবস্থা, ভিআইপি ব্যবহার করতে পারলে ভালো হয়। আমি ভিআইপি ব্যবস্থা করলাম।’

ভালো খেললেই বিসিবি সভাপতি কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেন। সেই বিষয়টি উল্লেখ করে নাজমুল হাসান বলেন, ‘২৪ কোটি টাকা ওদের বোনাস দিয়েছি। এই ১৫ খেলোয়াড়কে। শুধুই পারফরম্যান্সের জন্য। এটা কেউ দেয় নাকি? কী পরিমাণ সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে, এই টাকার জন্য খেলা বন্ধ করে দেবে, বিশ্বাস হয় না। এদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ, কাউকে বলল না। সাকিবের সঙ্গে সবশেষ যখন দেখা, তখনো সে বলেছে, আমি বিশ্বকাপে ভালো খেললাম আমার টাকা দিয়ে দেন! বললাম, ঠিক আছে আপার সঙ্গে কথা বলে অনুষ্ঠান করে দিই। তুমি ভালো খেলেছ।’ক্রিকেটারদের ধর্মঘটের বিষয়ে কথা বলতে গিয়ে তাদের ব্যক্তিগত আক্রমণই করে বসলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ দুপুরে দীর্ঘ সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্রিকেটারদের ব্যক্তিগত সমস্যাও তাকে সমাধান করতে হয়েছে। এরপরেও তাদের নানারকম সুযোগ সুবিধা দিচ্ছেন বলেও দাবি করেন পাপন।

তিনি বলেন, ‘কার ভাইকে এসপি-ডিসি মেরেছে, রাতে সেই এসপিকে ফোন দিয়ে ব্যবস্থা নিতে হয়েছে। এক খেলোয়াড়কে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। বলছে মেরে ফেলবে! বিদেশ থেকে এসব থামাতে হয়। কার মামার জমি দখল করে নিয়ে গেছে উত্তরায়, সেটি উদ্ধার করতে হয়েছে। মুশফিকের বাবা, মিরাজের খালা কোন গ্রামে কাকে মেরেছে, সেটার সমাধান আমাকে করতে হয় বিদেশ থেকে। এসময় এগুলো (ধর্মঘট) আমার কাছে ধাক্কা।’

ইমরুল কায়েসের বাচ্চার অসুখের সময় তিনি কীভাবে সাহায্য করেছেন তা উল্লেখ করে পাপন বলেন, ‘ইমরুলের বাচ্চা খুব অসুস্থ। অ্যাপোলো কিছু করতে পারছে না। সিঙ্গাপুরে নিতেই হবে। আমাকে বলল, আমার ভিসা নেই। কালকের মধ্যে ভিসা করে দিতে হবে। বললাম, টিকিট করে ফেল। এক দিনের মধ্যে সবার ভিসা করলাম। রাতে একটা অনুষ্ঠানের মধ্যে আবার ফোন করল। বলল, বাচ্চার এত খারাপ অবস্থা, ভিআইপি ব্যবহার করতে পারলে ভালো হয়। আমি ভিআইপি ব্যবস্থা করলাম।’

ভালো খেললেই বিসিবি সভাপতি কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেন। সেই বিষয়টি উল্লেখ করে নাজমুল হাসান বলেন, ‘২৪ কোটি টাকা ওদের বোনাস দিয়েছি। এই ১৫ খেলোয়াড়কে। শুধুই পারফরম্যান্সের জন্য। এটা কেউ দেয় নাকি? কী পরিমাণ সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে, এই টাকার জন্য খেলা বন্ধ করে দেবে, বিশ্বাস হয় না। এদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ, কাউকে বলল না। সাকিবের সঙ্গে সবশেষ যখন দেখা, তখনো সে বলেছে, আমি বিশ্বকাপে ভালো খেললাম আমার টাকা দিয়ে দেন! বললাম, ঠিক আছে আপার সঙ্গে কথা বলে অনুষ্ঠান করে দিই। তুমি ভালো খেলেছ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ