1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

দুই শীর্ষ উদ্যোক্তার সাক্ষাৎ বসুন্ধরা গ্রুপের সহায়তা চাইলেন সুব্রত সাহারা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মে, ২০১২
  • ৮৭ Time View

কারো সঙ্গে প্রতিযোগিতা নয়, বাংলাদেশের ডেভেলপারদের সঙ্গে মিলেমিশে কাজ করতে চায় সাহারা গ্রুপ।

শুক্রবার ঢাকার রূপসী বাংলা হোটেলে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে ভারতের বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠী সাহারা গ্রুপের চেয়ারম্যান সুব্রত রায় সাহারা এ কথা বলেন।

এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, ‘সরকার এবং বেসরকারি উদ্যোক্তারা যদি সহায়তা করে, তাহলে সাহারা গ্রুপের মাধ্যমে বড় বিনিয়োগ সম্ভব। দেশে আবাসন খাতে ভালো খ্যাতিমান ডেভেলপার এলে এ দেশের মানুষের আবাসন চাহিদা অনেকাংশে পূরণ হবে।’

সাহারা গ্রুপের চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপের বিভিন্ন আবাসন প্রকল্পের অভিজ্ঞতার কথা শোনেন। সুব্রত রায় সাহারা বসুন্ধরা গ্রুপের সহযোগিতা চান এবং আবাসন প্রকল্পে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

bgমানুষের আবাসন সমস্যা দ‍ূর করতে জমি ক্রয়সহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘সরকারিভাবে আবাসন প্রকল্পের বিপণন হলে সাধারণ মানুষ লাভবান হবে।’

বাংলাদেশের মানুষের উন্নয়নে কিছু করার ক্ষেত্রে নাড়ির টান অনুভব করেন উল্লেখ করে সুব্রত রায় সাহারা বলেন, ‘শুধু আবাসন নয়, অন্যান্য খাতেও সাহার গ্রুপ বাংলাদেশের উন্নয়নের অংশিদার হতে চায়। বিশেষ করে আর্সেনিক সমস্যাগ্রস্ত মানুষদের নিরাপদ পানি সরবরাহের ক্ষেত্রেও কাজ করতে চায় সাহারা।’

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান দেশের উন্নয়নে সাহারা গ্রুপকে সম্ভব সব রকমের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন এবং বাংলাদেশ সফরে আসার জন্য সাহারা গ্রুপের চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানান সাহারা গ্রুপের চেয়ারম্যান।

সাহার গ্রুপের কর্ণধার বসুন্ধরা সিটি কমপ্লেক্সের প্রশংসা করে বলেন, ‘ছোট দেশে এতো বড় শপিংমল করে দৃষ্টান্ত স্থাপন করেছে বসুন্ধরা গ্রুপ।’

ভারতে অসংখ্য শপিং মল হওয়ার কারণে এর চাহিদা সেখানে ধীরে ধীরে কমে আসছে বলে জানান সুব্রত রায় সাহারা।

বিশ্বের ১৭তম এবং এশিয়ার সবচেয়ে বড় শপিংমল প্রতিষ্ঠার উদাহরণ দিয়ে বসুন্ধরা চেয়ারম্যান বলেন, ‘২০ লাখ স্কয়ারফিটের এই মলে প্রতিদিন লক্ষাধিক মানুষ শপিং করতে আসেন।’ বসুন্ধরা আবাসিক এলাকাও এ দেশের আবাসনের ইতিহাসে একটি বড় উদ্যোগ বলে জানান বসুন্ধরা চেয়ারম্যান।

বাংলাদেশে জমির দাম চড়া বলে উল্লেখ করেন সাহারা গ্রুপের চেয়ারম্যান। এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘কিছু নির্দিষ্ট এলাকায় জমির দাম বেশি, তবে দেশের অন্যান্য অঞ্চলে জমির দাম অপেক্ষাকৃত কম।’

এ সময় সাহারা গ্রুপের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট গ্রুপের প্রধান সুব্রত ভট্রাচার্য, কর্পোরেট কমিউনিকেশন বিভাগের প্রধান রাজীব চক্রবর্তী এবং বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ