1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

ভেষজ শিল্প থেকে প্রচুর আয় সম্ভব: শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মে, ২০১২
  • ৭৬ Time View

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ভেষজ শিল্পকে আরও যুগোপযোগি করতে পারলে এ খাত থেকে বিলিয়ন বিলিয়ন টাকা আয় করা সম্ভব। তিনি দেশের সব মানুষকে ভেষজ ও ফলজ গাছ লাগানোর আহ্বান জানান।

শনিবার সকাল ১০টায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ আয়ুর্বেদিক ওষুধ শিল্প সমিতি আয়োজিত ‘প্রাথমিক স্বাস্থ্য সেবায় ওষুধি গাছের ব্যবহার’ শীর্ষক কর্মশালা ও সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দিলিপ বড়ুয়া বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে আয়ুর্বেদিক ওষুধ শিল্পের সঙ্গে জড়িত সবাইকে সিপাহ-শালার ভূমিকা পালন করতে হবে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সাল নাগাদ দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চান। এ জন্য সুষ্ঠু মন ও সুস্থ দেহের দরকার। আর সুষ্ঠু মন ও সুস্থ দেহ গঠনে সনাতনী বা ভেষজ ওষুধ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আমি মনে করি।

তিনি বলেন, এর ধারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ঘটবে। সনাতনী ভেষজ ওষুধের ওপর দিন দিন মানুষ নির্ভরশীল হয়ে পড়েছে। কারণ ভেষজ ওষুধ গ্রামীণ ‍মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে।

সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. সেলিম মো. শাহজাহানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মো. ফখরুল ইসলাম মুন্সী, হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মো. ইউসুফ হারুন ভুঁইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ