1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ন

এবার চালকবিহীন বাস আনছে সিঙ্গাপুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
  • ২২ Time View

এবার চালকবিহীন বাস আনছে সিঙ্গাপুর। ২০২২ সালের মধ্যেই সিঙ্গাপুরের রাস্তায় দেখা যাবে এসব বাস। কর্তৃপক্ষ বলছে, তিনটি নতুন এলাকা যেখানে রাস্তায় লোকজনের ভিড় কম হবে সেখানেই এসব বাস নামানো হবে।

এই বাসগুলো সেখানকার বাসিন্দাদের আশেপাশের এলাকাগুলো এবং নিকটবর্তী ট্রেন ও বাস স্টেশনে যাতায়াতের জন্য ব্যবহার করা হবে।

পরিবহনমন্ত্রী খাও বুন ওয়ান বলেন, এই স্বয়ংক্রিয় পরিবহন আমাদের গণপরিবহন ব্যবস্থায় লোকজনের জীবনযাত্রা এবং যোগাযোগকে আরো সহজ করবে। বিশেষ করে বয়স্ক লোকজন এবং যেসব পরিবারে ছোট শিশু রয়েছে তাদের জন্য বেশ উপযোগী হবে।

বিভিন্ন নীতি এবং টোল ফি দেয়ার কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরের রাস্তায় যানজট কম দেখা দেখা যায়। দেশটি চালকবিহীন প্রযুক্তিতে নেতৃত্ব দেয়ার আশা করছে। সিঙ্গাপুরের কমপক্ষে ১০টি কোম্পানি দেশটিতে চালকবিহীন গাড়ি আনার প্রযুক্তি উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারা পরীক্ষামূলকভাবে বেশ কিছু গাড়িও এনেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ