1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

বিদায়ী বছরে আলোচনায় ঢালিউডের এই পাঁচ সিনেমা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯ Time View

শেষ হতে চলেছে ২০২৫ সাল; শুরু হয়েছে সারাবছরের পর্যালোচনা, যার বাইরে নেই ঢালিউডও। তবে সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এবারের সিনেমার বাজার ছিল বেশ রমরমাই। বিগত বছরের আলোচিত সিনেমাগুলোর ব্যবসায়িক হিসাব পর্যালোচনা করলে দেখা যায়, শীর্ষ জনপ্রিয় সিনেমাগুলো দেশের বাজার থেকে সর্বমোট আনুমানিক ৬০ কোটির কাছাকাছি আয় করেছে। যদিও চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবি, দেশে বক্স অফিস থাকলে হিসাবের অঙ্কটা আরও বেশি হতে পারে। তবে শুধু আয়ের নিরিখে নয়, ছবির গল্প, দৃশ্যায়ন, চরিত্রগুলো এবার দর্শকদের অনেকটাই হলমুখী করেছে।

এবার তবে জেনে নেওয়া যাক, চলতি বছরে আলোচনায় থাকা পাঁচটি সিনেমা প্রসঙ্গে।

১. বরবাদ

২০২৫ সালের সবচেয়ে আলোচিত সিনেমা ছিল মেগাস্টার শাকিব খান অভিনীত ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি এর নির্মাণশৈলী, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং ভিন্নধর্মী গল্পের জন্য ‘বছরের সেরা’ সিনেমার তকমা পেয়েছে। রোজার ঈদে মুক্তি পাওয়া ১৫ কোটি টাকা বাজেটের এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। খল চরিত্রে যিশু সেনগুপ্ত এবং শাকিবের সহকারীর চরিত্রে শ্যাম ভট্টাচার্যের অভিনয় দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ছবিটির আনুমানিক মোট আয় ছিল প্রায় ৩০ কোটি।

২. জংলি

রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমাটি অভিনেতা সিয়াম আহমেদের ক্যারিয়ারে নতুন প্রাণ সঞ্চার করেছে। এম রহিম পরিচালিত এই সিনেমায় শিশুদের শ্লীলতাহানির বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা ও শিক্ষামূলক বিষয়বস্তু থাকায় এটি সব বয়সী দর্শকের মন জয় করেছে। সিনেমাটিতে সিয়ামের বিপরীতে ছিলেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী। প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী, এটি এই বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা; যার আয় ছিল আনুমানিক ৫ কোটি।

৩. উৎসব

কোরবানির ঈদে মুক্তি পাওয়া তারকাবহুল সিনেমা ‘উৎসব’ ছিল দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে। তানিম নূর পরিচালিত এই সিনেমাটি মূলত একটি পারিবারিক গল্পের চিত্রায়ন, যা নব্বই দশকের চিরচেনা আবেগ ফিরিয়ে এনেছে। এক ঝাঁক তারকা সমৃদ্ধ এই সিনেমায় অভিনয় করেছেন আফসানা মিমি, জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী এবং সাদিয়া আয়মান। পারিবারিক ঘরানার হওয়ায় এটি প্রেক্ষাগৃহে বেশ ভালো ব্যবসা করেছে। সিনেমাটির আনুমানিক আয় ছিল ৬ কোটি।

৪. তাণ্ডব

ঈদুল আজহার অন্যতম প্রতীক্ষিত সিনেমা ছিল রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’। এটি শাকিব খানের সাথে এই নির্মাতার দ্বিতীয় কাজ। সিনেমাটিতে শাকিব খানের ‘তামাটে লুক’ এবং বড় কাস্টিং দর্শকদের দারুণ আকৃষ্ট করেছিল। শাকিব খান ছাড়াও এতে অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন এবং ক্যামিও চরিত্রে সিয়াম ও আফরান নিশো। পাইরেসির কারণে ব্যবসায়িক কিছুটা ক্ষতি হলেও আলোচনার কেন্দ্রে ছিল এই সিনেমাটি। এরপরও সিনেমাটির আয় দাঁড়ায় প্রায় ১০ কোটির কাছাকাছি।

৫. দাগি

রোজার ঈদে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমাটি অভিনেতা আফরান নিশোর উপস্থিতির কারণে ব্যাপক আলোচনায় ছিল। সিনেমাটি মুক্তির পর থেকেই এর প্রযোজক এটি ‘ব্লকবাস্টার হিট’ বলে দাবি করেন। বছরের শুরুর দিকে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে এটি দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা তৈরি করতে সক্ষম হয়েছিল এবং এর বাণিজ্যিক প্রচারণাও ছিল চোখে পড়ার মতো। ছবিটির আয় ছিল আনুমানিক ৭ কোটি।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির তথ্যমতে, ২০২৫ সালে বাণিজ্যিক ও বিকল্পধারা মিলিয়ে সর্বমোট ৪৭টি সিনেমা মুক্তি পেয়েছে। বছরের দুই প্রধান উৎসব রোজার ঈদ ও কোরবানির ঈদে মুক্তি পেয়েছে ১২টি সিনেমা। তবে দুঃখজনক বিষয় হলো, প্রায় অর্ধশত সিনেমা মুক্তি পেলেও দুই ঈদ ছাড়া বছরের বাকি সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলো ব্যবসায়িকভাবে সাফল্যের মুখ দেখেনি। অধিকাংশ সিনেমাই তাদের মূলধন তুলতে হিমশিম খেয়েছে।

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে চলচ্চিত্রগুলোর ক্রমিক অবস্থান বা র‍্যাঙ্কিং বোঝানোর জন্য নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ