1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন

রাজপথে নেমেছেন ওবামার মেয়ে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭
  • ৫৯ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে ১৮ বছর বয়সী মালিয়াও। সোমবার তাকে ইউটাহর পার্ক সিটির রক সলিডারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। খবর- ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্টের।

যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যে জ্বালানি পাইপলাইন নির্মাণ নিয়ে ট্রাম্প স্বাক্ষরিত এক আদেশের প্রতিবাদ ওই বিক্ষোভে অংশ নেন ওবামা কন্যা।

ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে- দেশটিতে প্রস্তাবিত জ্বালানি পাইপলাইনটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক ঐতিহ্যগুলো নষ্ট হবে এবং খাবার পানির দূষণ বাড়বে। এ আশঙ্কায় ওই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ হয়। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে তিনি এ প্রকল্পের অনুমোদন দেননি। পাইপলাইনের জন্য নতুন পথ খুঁজে বের করার পরামর্শ দিয়েছিলেন ওবামা। কিন্তু চলতি সপ্তাহে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত রুটেই এই পাইপলাইন নির্মাণের আদেশ দিলেন।

বারাক ওবামা প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর সপরিবারে ক্যারিবিয়ায় ছুটি কাটাচ্ছেন। কিন্তু তার বড় মেয়ে এখন সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে যুক্তরাষ্ট্রে চলে এসেছেন।

একই সঙ্গে বিক্ষোভে অংশ নেয়া অভিনেত্রী শাইলিন উডলি মালিয়ার প্রশংসা করে বলেন, `তাকে আমাদের সঙ্গে দেখতে পেয়ে সত্যিই অবাক হয়েছি।` তিনি বলেন, `মালিয়া তার পদবিকে বড় করে না দেখে নিজেকে সাধারণ মানুষ হিসেবে পরিচিত করতে চেয়েছেন। তাই তিনি এমন এক কাজ করেছেন, যা তার ভবিষ্যৎ বংশধরদের নিরাপত্তার জন্য অনেক জরুরি।`

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ