1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন

মুম্বাই হামলার মাস্টারমাইন্ডকে গৃহবন্দি করেছে পাকিস্তান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭
  • ৭১ Time View

২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) জামাত-উদ দাওয়ার প্রধান হাফিজ সাইদকে গৃহবন্দি করেছে পাকিস্তান। খবর টাইামস অব ইন্ডিয়ার।

ভারতীয় এ গণমাধ্যমটির খবর বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের চাপের কারণেই পাকিস্তানকে এ পদক্ষেপ নিতে হয়েছে।

সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সোমবার রাত থেকে হাফিজসহ চারজনকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

এরআগে রোববার পাঞ্জাব রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে আটকের আদেশ জারি হয়।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, যদিও ইসলামাবাদ এখনো ট্রাম্প প্রশসানের কাছ থেকে সরাসরি কিছু শোনেনি, তবে মনে হচ্ছে এই ইস্যুতে আসলেও একটা চাপ আছে।

তিনি বলেন, ট্রাম্প মুসলিম দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়েও খোলাখুলি কথা হয়েছে। তাই এমন হতেই পারে।

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সংঘটিত ১০টিরও বেশি হামলায় ১৬৪ জন নিহত হন। আহত হন শতাধিক। অভিযোগ রয়েছে এই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাইদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ