1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

কোয়ালকমের বিরুদ্ধে অ্যাপলের আরও দুটি মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭
  • ১২৩ Time View

এবার চীনে মোবাইল চিপ নির্মাতা কোয়ালকমের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।

বেইজিং ইন্টেলেকচুয়াল প্রোপার্টি কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, গত সপ্তাহে দায়ের করা মামলায় কোয়ালকমের কাছে এক বিলিয়ন ইউয়ান বা ১৪৫ দশমিক ৩২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছে অ্যাপল।

মামলায় অভিযোগ করা হয় কোয়ালকম চিপশিল্পে আধিপত্য প্রতিষ্ঠায় অপেশাদার পদক্ষেপ গ্রহণ করছে। এ ছাড়াও লাইসেন্স অনুযায়ী ‘অপরিহার্য পেটেন্ট’ বিস্তৃতভাবে ও সহজে দেয়ার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে একই আদালতে দ্বিতীয় আরেকটি মামলা দায়ের করেছে অ্যাপল।

কোয়ালকমের বিরুদ্ধে প্রথম মামলা ছিল ২০ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে। মামলায় অ্যাপল জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ফেডারেল ট্রেড কমিশনে (এফটিসি) কোয়ালকমের বিরোধী প্রতিযোগিতামূলক নীতি চর্চার অভিযোগের তদন্তে সহায়তা করায় কোয়ালকম করপোরেট প্রতিশোধ নিচ্ছে।

এছাড়া অ্যাপল ইঙ্গিত দিয়েছে- তাদের যে কোনো উদ্ভাবনে কোনো নতুন বৈশিষ্ট্য সংযোজন বাবদ কোয়ালকম রয়্যালিটি নিচ্ছে। যা অনৈতিক। এ ছাড়া আইফোনের পেটেন্টে অন্যদের চেয়ে পাঁচ গুণ অর্থ নিয়েছে।

অ্যাপল এবং স্যামসাং ইলেক্ট্রনিক করপোরেশন লিমিটেড উভয়েরই মূল `মডেম` চিপ সরবারহকারী কোয়ালকম, যা ফোনকে তারবিহীন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করে। কোয়ালকমের সঙ্গে অ্যাপলের এই অংশীদারিত্ব ২০১১ থেকে। এর আগে কোয়ালকম জানিয়েছিল, মামলার কারণে চিপ সরবরাহে কোনো ব্যত্যয় ঘটবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ