1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

ছবিতে ওবামার দিনগুলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭
  • ৬০ Time View

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা। পরপর দুু’দফা দেশ শাসন করেছেন। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই পরিবার নিয়ে হোয়াইট হাউস ছাড়তে হবে ওবামাকে।

আট বছরের দীর্ঘ সময়ে হোয়াইট হাউস এবং হোয়াইট হাউসের বাইরের সময়গুলোতে ওবামাকে খুব কাছ থেকে দেখেছেন হোয়াইট হাউসের ফটোগ্রাফার পেটি সুজা। তার ক্যামেরায় বিভিন্ন সময়ে ওবামার কম করে হলেও বিশ লাখ মুহূর্ত ধরা পড়েছে।

Obama2
ব্রিটেনের রাজপরিবারে সফরকালে কেনসিংটন প্যালেসে প্রিন্স জর্জের সঙ্গে ওবামা

Obama3
পরিবারের সঙ্গে হাস্যোজ্জ্বল ওবামা

Obama4
ওয়াশিংটন ডিসিতে মিশেল ওবামার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ওবামা

Obama5
হোয়াইট হাউসে থ্রিডি মুভি উপভোগ করছেন ওবামা

Obama6
প্যারিসে মার্কিন রাষ্ট্রদূতের বাড়ির সিড়িতে বসে কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন ওবামা

Obama
ফাদার্স ডে উপলক্ষে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ঘুমিয়ে পড়েছিল শিশুটি। তার সঙ্গে ছবি তুলে তা স্মরণীয় করে রাখলেন ওবামা

Obama8
মিশিগানে লেকের ধারে ওবামা এবং মিশেল

Obama9
ওভাল অফিসে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ওবামা

Obama10
হোয়াইট হাউসে ডান্স পার্টিতে ওবামা এবং মিশেল

Obama11
ওভাল হাউসে এক কর্মকর্তার মেয়ের সঙ্গে দুষ্টুমি করছেন ওবামা

হোয়াইট হাউসে কাজ করছেন অথবা কোনো স্টাফের বাচ্চার সঙ্গে দুষ্টুমি করছেন, কোনো সম্মেলনে ভাষণ দিচ্ছেন, অন্যদেশের প্রেসিডেন্ট বা উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সময় কাটাচ্ছেন, ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে একান্ত মুহূর্ত বা মেয়েদের সঙ্গে বিশেষ মুহূর্ত কোনো কিছুই বাদ পড়েনি সুজার ক্যামেরায়।

কেমন ছিল প্রেসিডেন্ট ওবামার সেই সব দিনগুলি? আপনিও এক নজরে দেখে নিন পেটি সুজার ক্যামেরায় ধরা পড়া ওবামার সেই বিশেষ মুহূর্তগুলোর ছবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ