1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

আন্দোলনের নামে বিমানের ক্ষতি না করার আহবান ফারুক খানের

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ এপ্রিল, ২০১২
  • ৭৭ Time View

‘বিমান বাঁচাও’ আন্দোলনের নামে বিমানের যাতে কোনো ক্ষতি করা না হয় সে বিষয়ে আন্দোলনকারীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান।

একই সঙ্গে বিমানকে ক্ষতির হাত থেকে বাঁচাতে এর ব্যবস্থাপনার উন্নতি ও বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব এর পরিচালনা পর্ষদের বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, ‘সাক্ষাতে ভারতীয় হাই কমিশনার বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন।’

মন্ত্রী বলেন, ‘ভারতের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ী ও পর্যটকদের ভোগান্তির বিষয়টি ভারতীয় হাই কমিশনারকে অবহিত করা করা হলে তিনি তা সহজ করার আশ্বাস দেন। এছাড়া আমাদের মধ্যে পর্যটন শিল্প নিয়েও আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় আড়াই হাজার বাংলাদেশিকে ভারতীয় ভিসা দেওয়া হয় বলে আমাকে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার।’

‘ঢাকার সঙ্গে ভারতের গৌহাটির সরাসরি বিমান যোগাযোগ শিগগিরই চালু করা হবে’ বলেও জানান মন্ত্রী।

উল্লেখ্য, বাংলাদেশের পর্যটন খাতের বিভিন্ন বিষয় তুলে ধরতে আগামী ২৮ ও ২৯ এপ্রিল ভারতের ত্রিপুরায় রোড শো করার উদ্যোগ নিয়েছে সরকার।

এজন্য দেশের পর্যটন খাত আরো আকর্ষণীয় করতে আগামী তিন বছরের মধ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পর্যটকদের ব্যবহারের জন্য ভ্রাম্যমাণ বাড়ি (মোবাইল হোম) এবং ভালো মানের জাহাজ আমদানিতে কর হ্রাসের জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ