1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন

৫০০ ও হাজার টাকার নোট বাতিলে বিড়ম্বনায় ভারতীয়রা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
  • ৬৪ Time View

18ভারতে হঠাৎ করেই  ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় খুচরা টাকার সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। বাজারে পাওয়া যাচ্ছে না ১০০ টাকার নোট, টাকার অভাবে বন্ধ বেশিরভাগ এটিএম বুথও। অচল টাকা জমা  ও নতুন টাকা তোলার জন্য ব্যাংকে ভিড় জমিয়েছেন গ্রাহকরা। বিভিন্ন ব্যাংকের শাখায় বৃহস্পতিবার সকাল থেকেই দেখা গেছে লম্বা লাইন।

পরিস্থিতি সামাল দিতে তাই বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা রাখা হয়েছে এসবিআইসহ বেশিরভাগ ব্যাংকের শাখা। আগামী শনি ও রোববারসহ ও সারাদিন ব্যাংক খোলা থাকবে। পুরাতন নোট বদলাতে এ নিয়ে টানা চার দিন খোলা থাকবে ব্যাংকগুলো।

গ্রাহক চাহিদার কথা ভেবে ইতোমধ্যেই পুরানো পাঁচশত ও ১ হাজার টাকার নোটের পরিবর্তে ১০০ টাকার নোট প্রদানে অতিরিক্ত কাউন্টার খোলার আশ্বাস দিয়েছেন এসবিআই কর্তৃপক্ষ৷ নতুন টাকা পেতে ডাকঘর ও ব্যাংকে দুপুর ১২ পর যোগাযোগের জন্য আগাম আবেদনও করা হয়েছে৷ তবে সব শাখায় এখনো পর্যন্ত নতুন টাকা না পৌঁছানোয় সমস্যা আরো বাড়ার আশঙ্কা প্রকাশ করছেন ব্যাংক কর্তৃপক্ষ৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ