এক মেয়ে ও তাঁর পুরুষ বন্ধুকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক যুবক। গতকাল ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ দিল্লির সিরি ফোর্ট অডিটোরিয়াম এলাকায়। তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় দিল্লির AIIMS ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত নারী ও তাঁর পুরুষ বন্ধু দু’জনেই একটি টেলিকম কম্পানির কলসেন্টারে কাজ করেন। গতকাল রাস্তায় দাঁড়িয়ে তাঁরা কথা বলার সময় ওই নারীকে উত্যক্ত করার চেষ্টা করছিলেন হামলাকারী। এর প্রতিবাদ করতেই হঠাৎ তাঁদের দু’জনকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন ওই যুবক। তারপর ওই বন্দুক থেকে গুলি চালিয়ে নিজেকেও শেষ করে দেওয়ার চেষ্টা করেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীর বাবা CISF-এর কনস্টেবল। গতকাল তিনি তাঁর বাবার লাইসেন্সপ্রাপ্ত রিভলভারটি বাড়ি থেকে নিয়ে এসে এই কাণ্ড করেন। তবে ঠিক কী কারণে তিনি এই ঘটনা ঘটিয়েছেন তা তদন্ত করে দেখছে পুলিশ।