1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ

সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারি, ২০১৬
  • ১১৯ Time View

4089অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট কতে নেমে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মিরাজ বাহিনীর সংগ্রহ ২৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২০ রান। শান্ত ১৩ আর মিরাজ ৩ রান নিয়ে ব্যাট করছে।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট করতে নেমে  শুরুটা ভালোই করেছিল দুই ওপেনার সাইফ হাসান ও পিনাক ঘোষ। দুজন মিলে ৯ ওভারে স্কোরবোর্ডে ২৩ রান জমা করেন।

তবে দশম ওভারে প্রোটিয়া পেসার উইয়ান মুল্ডারের অফ সাইডের বাইরের একটি শর্ট বলে ব্যাট চালাতে গিয়ে উইকেটের পেছনে কাইল ভেরেনেকে ক্যাচ দেন সাইফ (৬)। ফলে ভেঙে যায় ৩০ রানের উদ্বোধনী জুটি। এরপর জয়রাজকে সাথে নিয়ে ৪৪ রানের জুটি গড়ে তোলেন পিনাক ঘোষ। তবে ব্যক্তিগত ৪৩ রান করে রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান।

এরপর শান্তকে সাথে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন জয়রাজ। তবে ২৪ ওভারের শেষ বলে ব্যক্তিগত ৪৬ রানে হোয়াইটহেডের বলে ভেরিনেকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন জয়রাজ।

এদিকে নিজেদের মাঠে বিশ্বকাপ। মেহেদী হাসান মিরাজদের তাই স্বপ্নটা অনেক বড়। বাংলাদেশ দলের নিবিড় অনুশীলন এবং দীর্ঘদিন ধরে নেয়া প্রস্তুতির বাস্তবায়ন করার মঞ্চ এবার প্রস্তুত। উদ্বোধনী ম্যাচেই জয় দিয়ে সেই অসাধ্যটা সাধন করতে চায় বাংলাদেশের যুবারা। দক্ষিণ আফ্রিকাকেই নিজেদের মাঠে এবং তাদের ঘরের মাঠে গিয়ে বেশ কয়েকবার হারিয়ে আসার অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের যুবাদের। সে লক্ষ্য সামনে রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে মেহেদী হাসান মিরাজরা।

অন্য দিকে প্রথম ম্যাচে জয় দিয়ে গত বারের সাফল্য ধরে রাখতে মাঠে নামবে প্রোটিয়ারা। এ নিয়ে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক টনি জর্জি বলেন, বাংলাদেশ বেশ ভালো দল। আমাদের দলে বেশ কয়েকজন মেধাবী ক্রিকেটার আছে। আমাদের হারাতে হলে বাংলাদেশকে ভালো ক্রিকেট খেলত হবে।

বাংলাদেশ দল:
মোহাম্মদ সাইফ হাসান, পিনাক ঘোষ, জয়রাজ শেখ ঈমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, সাইফউদ্দিন, সাঈদ সরকার, সঞ্জিত সাহা, আব্দুল হালিম ও সালেহ আহমেদ শাওন গাজী।

দক্ষিণ আফ্রিকা দল:
লিয়াম স্মিথ, কাইল ভেরিন, ওয়ান মুলডার, টনি ডে জরজি, রিভালদো মুনসামি, ড্যান গালিম, ফারহান সায়ানভালা, উইলেম লুডিক, লুক ফিলিন্ডার, শন হোয়াইটহেড, লোথো শিপামলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ