ভারতীয় ভোজপুরি গায়িকা নেহা সিং রাঠোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রশ্ন তোলার পর আইনি জটিলতায় পড়েছেন। আল্লাহাবাদ হাই কোর্ট গত শুক্রবার তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। এর ফলে যেকোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে।
উত্তর প্রদেশের আল্লাহাবাদ হাই কোর্ট নেহার আগাম জামিনের আবেদন নাকচ করে দেয়।
বিষয়টি উত্থাপিত হয়েছে পেহেলগামে পর্যটকদের ওপর হামলার জন্য প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারকে দায়ী করে তার দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে। এই মন্তব্যের জেরে লক্ষ্ণউর বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এই আইনি জটিলতা থেকে সুরক্ষা পেতে নেহা আগাম জামিনের জন্য আদালতের শরণাপন্ন হয়েছিলেন।
চলতি বছরের এপ্রিলে পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর নেহা নিরাপত্তায় গাফিলতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছিলেন।
তিনি প্রশ্ন তুলেছিলেন, ‘আমি সরকারের কাছে কী প্রশ্ন করব? শিক্ষা ও স্বাস্থ্য আর অগ্রাধিকার নয়। এমন এক সময়ে, যখন জাতীয়তাবাদী রাজনীতি এবং হিন্দু-মুসলিম বিভাজন চরমে, মানুষ প্রাণ হারাচ্ছে। আমি কি সরকারের বদলে গিয়ে মোহাম্মদ আলি জিন্নাহকে প্রশ্ন করব? কেন্দ্রীয় সরকার ধর্ম দ্বারা প্রভাবিত। দেশ চালানো হচ্ছে জাত ও ধর্মের ভিত্তিতে।
’
নিজের বক্তব্যের পক্ষে সাফাই দিতে গিয়ে নেহা দাবি করেন, একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিরাপত্তা ব্যর্থতা নিয়ে সরকারকে প্রশ্ন করার অধিকার তার রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, তিনি কোনো উসকানিমূলক গান গাননি, বরং শুধু প্রাসঙ্গিক প্রশ্নই তুলেছেন। তবে এই মুহূর্তে তাকে জামিন না দিয়ে আদালত আইনি প্রক্রিয়াটি খোলা রেখেছে।